Advertisement
E-Paper

চোট পেয়ে বিশ্বকাপে অনিশ্চিত ফিলিপে

মার্সেই –এর বিরুদ্ধে খেলতে গিয়ে চলতি মাসেই পায়ের পাতার হাড় ভেঙেছে ব্রাজিলের ‘ওয়ান্ডার কিড’ নেমার দ্য সিলভা স্যান্টোস (জুনিয়র)-এর। এ বার বাঁ পায়ের হাড় ভাঙল আতলেতিকো দে মাদ্রিদের লেফ্ট ব্যাক ফিলিপে লুইস-এর।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৭ মার্চ ২০১৮ ০৫:০৭
Share
Save

রাশিয়া বিশ্বকাপে ব্রাজিলকে খেতাবের অন্যতম দাবিদার হিসেবে দেখছেন ফুটবল বিশেষজ্ঞরা। অথচ এই মহারণের আগেই চোট সমস্য চিন্তা বাড়াচ্ছে সাম্বার দেশকে। মার্সেই –এর বিরুদ্ধে খেলতে গিয়ে চলতি মাসেই পায়ের পাতার হাড় ভেঙেছে ব্রাজিলের ‘ওয়ান্ডার কিড’ নেমার দ্য সিলভা স্যান্টোস (জুনিয়র)-এর। এ বার বাঁ পায়ের হাড় ভাঙল আতলেতিকো দে মাদ্রিদের লেফ্ট ব্যাক ফিলিপে লুইস-এর। ফলে তিনি বিশ্বকাপ খেলতে পারবেন কি না সে বিষয়ে আশঙ্কা দেখা দিয়েছে ব্রাজিলীয় শিবিরে।

বৃহস্পতিবার ইউরোপা লিগের ম্যাচে লোকোমোটিভ মস্কোর বিরুদ্ধে খেলতে গিয়ে বিপক্ষ স্ট্রাইকারের সঙ্গে সংঘর্ষের ফলে এই ঘটনা ঘটে। শুক্রবার আতলেতিকোর এক কর্তা বলেছেন, ‘‘মাদ্রিদে ফিরেই চিকিৎসা শুরু হয়ছে লুইসের। এক্স-রে হওয়ার পরে বুঝতে পারি যে, ওর বাঁ পায়ের হাড় ভেঙেছে।’’ ঠিক কত দিনের মধ্যে তিনি সুস্থ হয়ে উঠবেন তা পরিষ্কার করে কিছু জানা যায়নি। তবে বিশ্বকাপের আগে তিনি সুস্থ হতে পারবেন কি না সে বিষয়ে প্রশ্ন উঠছে।

ব্রাজিলের হয়ে গত বছর সেপ্টেম্বরে তিনি শেষ ম্যাচ খেলেছেন। চোটের কারণেই তার পর থেকে প্রথম একাদশে খেলতে দেখা যায়নি তাঁকে। পাশাপাশি ব্রাজিলের লেফ্ট ব্যাক পজিশনের নিয়মিত সদস্য মার্সেলো। তিনি ব্রাজিলের অন্যতম তারকা। মার্সেলো সুস্থ থাকাকালীন কখনওই ফিলিপে লুইসকে সেই পজিশনে শুরু থেকে খেলতে দেখা যায়নি। কিন্তু গতি থাকার কারণে লেফ্ট উইঙ্গার হিসেবেও খেলতে পারেন লুইস।

তবে লা লিগায় আতলেতিকো মাদ্রিদের প্রথম একাদশের নিয়মিত সদস্য তিনি। লিগ তালিকায় বার্সেলোনার থেকে আট পয়েন্টে পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন ফিলিপে লুইস-রা। তাঁর চোটের পরে লেফ্ট ব্যাকে উপযুক্ত ফুটবলার আতলেতিকো পায় কি না সেটাই এখন দেখার।

Russia World Cup Football Filipe Luís Brazil Atlético Madrid

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

{-- Slick slider script --}}