Advertisement
১৯ এপ্রিল ২০২৪
India vs South Africa

ক্লাসেনের এই শট চমকে দেবে আপনাকেও

দক্ষিণ আফ্রিকার ইনিংসের ২২তম ওভারের ঘটনা। চহাল বল করতে এলে সেই ওভারের তৃতীয় বলকে বাউন্ডারি লাইনে পাঠান হেনরিচ। কিন্তু যে ভঙ্গিতে সেই বলকে বাউন্ডারিতে পাঠান ক্লাসেন তা রীতিমতো চমকে দেওয়ার মতো।

চতুর্থ ওডিআই ম্যাচে দক্ষিণ আফ্রিকার জয়ের নায়ক হেনরিচ ক্লাসেন। ছবি: এএফপি।

চতুর্থ ওডিআই ম্যাচে দক্ষিণ আফ্রিকার জয়ের নায়ক হেনরিচ ক্লাসেন। ছবি: এএফপি।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০১৮ ২৩:১৯
Share: Save:

ভারতের বিরুদ্ধে চতুর্থ ওডিআই ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকার হয়ে ম্যাচ উইনিং ইনিংস খেলেন হেনরিচ ক্লাসেন। ২৭ বলে ৪৩ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। তবে, ক্লাসেনের ম্যাচ উইনিং ইনিংস-এর থেকেও চর্চায় উঠে আসছে চতুর্থ ওডিআইতে খেলা তাঁর একটি শট।

দক্ষিণ আফ্রিকার ইনিংসের ২২তম ওভারের ঘটনা। চহাল বল করতে এলে সেই ওভারের তৃতীয় বলকে বাউন্ডারি লাইনে পাঠান হেনরিচ। কিন্তু যে ভঙ্গিতে সেই বলকে বাউন্ডারিতে পাঠান ক্লাসেন তা রীতিমতো চমকে দেওয়ার মতো। এই রকমটা বিশেষ দেখা যায় না ক্রিকেটে। উইকেট ছেড়ে অফস্ট্যাম্পের প্রায় তিন পা ডান দিকে সরে বলটিকে বাউন্ডারি লাইনে পাঠান ক্লাসেন। ক্লাসেনের এই শট দেখে স্তম্ভিত ভারত অধিনায়ক বিরাট কোহালিও।

ক্লাসেনের এই শট দেখে অনেকে তাঁর সঙ্গে এবি ডিভিলিয়ার্সেরও মিল খুঁজে পেয়েছেন। & 😂 (_)

ক্লাসেনের এই শট দেখে অনেকে তাঁর সঙ্গে এবি ডিভিলিয়ার্সেরও মিল খুঁজে পেয়েছেন। (_)

আরও পড়ুন: স্লো ওভার-রেটের জন্য জরিমানা দক্ষিণ আফ্রিকার

আরও পড়ুন: ওয়ান্ডারার্সে ধবনের তিন নজির, কী কী জানেন?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE