দু’জন বিদেশি-সহ আই লিগের জন্য নতুন পাঁচ ফুটবলার দলে চাইছেন মোহনবাগান কোচ শঙ্করলাল চক্রবর্তী। কলকাতা লিগ জেতার পরের দিন ক্লাবের পতাকা উত্তোলন অনুষ্ঠানে এসে তিনি বলে দিলেন, ‘‘কলকাতা লিগের চেয়ে আই লিগ অনেক বেশি কঠিন। সেখানে ঘরে-বাইরের ম্যাচ যেমন আছে, তেমনই বিদেশি ফুটবলারেরা পার্থক্য গড়ে দেয়। সেটাই ক্লাব কর্তাদের সঙ্গে আলোচনায় বসে বলব।’’
আট বছর পর কলকাতা লিগ জিতে বুধবার রাতে যে উচ্ছ্বাস ছিল মোহনবাগান মাঠে, তা এ দিনের সকালে ছিল না। সদস্য-সমর্থকেরা তো বটেই কর্তারাও অনেকেই আসেননি। তবে দিপান্দা ডিকা, হেনরি কিসেক্কা-সহ সব ফুটবলারই এসেছিলেন। তাঁদের নিয়েই ক্লাব সচিব পতাকা তোলেন। ডিকা এবং হেনরি—১৬ গোলের জুটি একে অন্যকে রসগোল্লা খাওয়ান। কাটা হয় কেকও। তবে প্রেসিডেন্ট, সচিবের প্রতিশ্রুতি অনুযায়ী আর্থিক পুরস্কার তুলে দেওয়া হয়নি কাউকে।
কলকাতা লিগে মোহনবাগানের আরও একটি ম্যাচ বাকি। ১৮ সেপ্টেম্বর মহমেডানের সঙ্গে। ডিকা-হেনরিরা চাইছেন ওই ম্যাচ জিতে অপরাজিত লিগ চ্যাম্পিয়ন হতে। তাঁর সঙ্গে ডিকার জুটি আই লিগে আরও সফল হবে জানিয়ে চব্বিশ ঘণ্টা আগে জোড়া গোল করা হেনরি বলে দিলেন, ‘‘আমাদের লক্ষ্য শেষ ম্যাচ জেতা। অপরাজিত থেকে লিগ চ্যাম্পিয়ন হতে চাই। তবে আমি এবং ডিকা বেশি গোল করেছি বলে আমাদের নিয়ে হইচই হচ্ছে। এটা আসলে দলগত জয়।’’