আর. অশ্বিন বনাম হার্শেল গিবস দ্বৈরথ বাইশ গজে হওয়ার কোনও সম্ভাবনা নেই। কিন্তু সোশ্যাল মিডিয়ার মঞ্চে হঠাৎ করে ঝামেলা লেগে গেল দুই ক্রিকেটারের মধ্যে।
ঘটনা শুরু ভারতীয় অফস্পিনারের সোমবারে করা একটা টুইট ঘিরে। যেখানে একটি ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারক সংস্থার তৈরি একটি রানিং শু দেখিয়ে অশ্বিনের টুইট, ‘নিশ্চিত ভাবে এত ভাল রানিং শু এর আগে পরিনি। তাই সবাইকে একটু দেখাতেই হচ্ছে।’ অশ্বিনের এই টুইটে হঠাৎ করে গিবস মন্তব্য করেন, ‘আশা করব এ বার তুমি একটু জোরে দৌড়তে পারবে।’ দক্ষিণ আফ্রিকার প্রাক্তন এই ওপেনারের বিদ্রুপ সহ্য হয়নি অশ্বিনের। এমনিতেই অশ্বিনের ফিল্ডিং নিয়ে নানা সমালোচনা হয়ে থাকে। মাঠে কখনওই তিনি দ্রুতগতির ফিল্ডারদের মধ্যে পড়েন না। এই অবস্থায় গিবসের বিদ্রুপ সহ্য করতে পারেননি তিনি। কিন্তু অশ্বিন যে জবাবটা দেন, তা সাড়া ফেলে দেয় সোশ্যাল মিডিয়ায়।
গিবসের টুইটে অশ্বিনের প্রতিক্রিয়া ছিল এ রকম: ‘তোমার মতো ক্ষমতা আমার নেই। কিন্তু আমি এমন একটা মন পেয়েছি, যা আমাকে শিখিয়েছে, যে ক্রিকেট আমার রুটি-রুজি, সেখানে গড়াপেটা না-করতে।’ প্রসঙ্গত, ম্যাচ গড়াপেটার অভিযোগে এক সময় সাসপেন্ড হয়েছিলেন গিবস। অশ্বিনের এই প্রতিক্রিয়ার পরেই বিতর্ক শুরু হয়ে যায়। কেউ কেউ বলেন, ম্যাচ গড়াপেটা বিতর্ক টেনে এনে মাত্রা ছাড়িয়েছেন অশ্বিন। যে টুইটের জবাবে গিবস লেখেন, ‘একটা ঠাট্টা সহজ ভাবে নিতে পারছ না দেখছি। ঠিক আছে, চলো!’
এর পরে অশ্বিন হয়তো বুঝতে পারেন জল বেশি ঘোলা হচ্ছে। তাই ওই বিতর্কিত টুইট মুছে দেন। তার আগে গিবসের উদ্দেশে লেখেন, ‘আমার জবাবটাও পুরোপুরি ঠাট্টা ছিল। কিন্তু দেখ, তুমি আর বাকিরা কী চোখে ব্যাপারটা দেখলে। যাই হোক, এ রকম মজায় আমার কোনও আপত্তি নেই। চলো এক দিন ডিনার করব।’