Advertisement
E-Paper

দল নির্বাচনে স্মিথের বিরুদ্ধে অভিযোগ স্বজনপোষণের

এই সিরিজে আসার আগে অস্ট্রেলিয়া ক্রিকেটের ডামাডোল ছিল তুঙ্গে। কিন্তু তার পর আবার ক্রিকেটে ফিরেছে দল। বাংলাদেশের কাছে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতেও হারের মুখ দেখতে হয়েছে। দ্বিতীয়টিতে জিতেই ভারতে এসেছে স্মিথ অ্যান্ড ব্রিগেড।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০১৭ ১৪:৪২
অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভ স্মিথ। ছবি: পিটিআই।

অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভ স্মিথ। ছবি: পিটিআই।

অস্ট্রেলিয়ার ব্যর্থতার জন্য এ বার আঙুল উঠল অধিনায়ক স্টিভ স্মিথের দিকে। আঙুল তুললেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ফাস্ট বোলার রডনি হগ। স্মিথের দল নির্বাচনের স্বজন-পোষণকেই একহাত নিলেন তিনি। ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ হেরে ফেরার পর এ বার ওয়ান ডে সিরিজেও হারের মুখ দেখতে হয়েছে। হাতে এখও বাকি দুই ম্যাচ কিন্তু পাঁচ ম্যাচের সিরিজ ইতিমধ্যেই ৩-০তে হেরে গিয়েছে অজিরা। যার ফলে শুরু হয়েছে কাটাছেড়াও। হগ এক সাক্ষাৎকারে বলেছেন, ‘‘ওরা যে যার পছন্দের ক্রিকেটারকে দলে নিচ্ছে। স্মিথ তো নির্বাচক হতে পারে না। আগর, কার্টরাইটরা এখনও দলে। তুমি নিজের বন্ধুদের দিয়ে দল বানাতে পার না।’’

আরও পড়ুন

ভারত অনেক এগিয়ে, মানছে অস্ট্রেলিয়াও

এই সিরিজে আসার আগে অস্ট্রেলিয়া ক্রিকেটের ডামাডোল ছিল তুঙ্গে। কিন্তু তার পর আবার ক্রিকেটে ফিরেছে দল। বাংলাদেশের কাছে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতেও হারের মুখ দেখতে হয়েছে। দ্বিতীয়টিতে জিতেই ভারতে এসেছে স্মিথ অ্যান্ড ব্রিগেড। কিন্তু এখনও জয়ের মুখ দেখতে পারেনি। হগ এই প্রশ্নও তুলেছেন, কেন ক্রিকেট অস্ট্রেলিয়া বাংলাদেশের বিরুদ্ধে টেস্টে নাথান লিয়ঁর সঙ্গে স্টিভ ও’কিফকে জুড়ে দেওয়া হল? তাঁর মতে ও’কিফের জায়গায় জন হল্যান্ডকে নেওয়া উচিত ছিল। বলেন, ‘‘হল্যান্ড প্রমাণ করেছে ও বলটাও করতে পারে।’’

আরও পড়ুন

কী ভাবে বদলে গেল অক্ষর পটেলের নাম, দেখুন ভিডিও

যদিও হগের সব অভিযোগকে উড়িয়ে দিয়েছেন ডেভিড ওয়ার্নার। তিনি বলেন, ‘‘সকলেরই তার নিজের মতামত প্রকাশের স্বাধীনতা আছে। আমি জানি না কোথা থেকে এই সব তথ্য পাচ্ছে। কী দল বেছে নেওয়া হবে তা নির্বাচকদের হাতে। আর দিনের শেষে তুমি দলে সুযোগ পেলে তোমার সেরাটা দেবে। এটাই সব সময় হয়ে এসেছে।’’ হগের মন্তব্যের পাল্টা দিয়ে ওয়ার্নার বলেন, ‘‘আসল কথা হল প্লেয়ারদের হাতে কিছুই থাকে না সে নির্বাচিত হবে কি না। সে শুধু নিজের খেলাটাই খেলতে পারে তার ক্ষমতা অনুযায়ী।’’

Cricket Cricketer India Vs Australia Steve Smith Rodney Hogg স্টিভ স্মিথ রডনি হগ
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy