Advertisement
০৩ মে ২০২৪

কোন পথে চ্যাম্পিয়ন হতে পারে ইস্টবেঙ্গল, মোহনবাগান

কী ভাবে আই লিগ চ্যাম্পিয়ন হতে পারবে ইস্টবেঙ্গল? মোহনবাগানের সম্ভাবনাই বা কতটা? খতিয়ে দেখল আনন্দবাজার।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১০ এপ্রিল ২০১৬ ১৩:২২
Share: Save:

কী ভাবে আই লিগ চ্যাম্পিয়ন হতে পারবে ইস্টবেঙ্গল? মোহনবাগানের সম্ভাবনাই বা কতটা? খতিয়ে দেখল আনন্দবাজার।

১) বেঙ্গালুরুর বিরুদ্ধে আজ যদি ইস্টবেঙ্গল হেরে যায় তা হলেও আশা থাকবে৷ কিন্তু তার পিছনে থাকবে অনেক হিসেব৷ পরের দুটো ম্যাচে স্পোর্টিং ক্লুব ও শিলং লাজংকে হারাতে হবে৷ তার পর তাকিয়ে থাকতে হবে বেঙ্গালুরুর দিকে৷ যদি শেষ দুটো ম্যাচে সালগাওকর ও মোহনবাগানের কাছে বেঙ্গালুরু হেরে যায় তা হলেই এক পয়েন্টের পার্থক্যে চ্যাম্পিয়ন হবে ইস্টবেঙ্গল৷

২) আজ যদি ড্র হয় তা হলে চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে আবার ফিরে আসতে পারে মোহনবাগান৷ সঙ্গে পরের দুটো ম্যাচে তো ইস্টবেঙ্গলকে জিততেই হবে সঙ্গে বেঙ্গালুরুকে একটি ম্যাচে হারতেই হবে৷

৩) আজ যদি জিতে যায় ইস্টবেঙ্গল এবং পরের দুটো ম্যাচও জেতে তাহলে ৩৩ পয়েন্ট নিয়ে সরাসরি চ্যাম্পিয়ন হবে কলকাতার দল৷ তখন আর বেঙ্গালুরুর দিকে তাকিয়ে থাকতে হবে না৷

৪) আজ জিতে পরের দুটো ম্যাচ থেকে যদি ইস্টবেঙ্গলের পুরো পয়েন্ট না আসে তাহলেও তাকিয়ে থাকতে হবে বেঙ্গালুরুর দিকে৷

৫) পয়েন্ট টেবল বলছে এখনও এক পয়েন্ট এগিয়ে লিগ তালিকার শীর্ষেই রয়েছে মোহনবাগান৷ কিন্তু খেলে ফেলেছে ১৫টি ম্যাচ৷ অন্য দিকে, বেঙ্গালুরু ও ইস্টবেঙ্গল খেলেছে ১৩টি করে ম্যাচ৷ সেখানে বেঙ্গালুরুর পয়েন্ট ২৬ ও ইস্টবেঙ্গলের ২৪৷ আজ জিতলে বেঙ্গালুরু, মোহনবাগানকে টপকে শীর্ষে চলে যাবে লাল-হলুদ৷

৬) আজ হার বা ড্র হওয়ার পর যদি শেষে গিয়ে দুই দলের পয়েন্ট সমান সমান হয়ে যায় তা হলে প্রথম লেগে বেঙ্গালুরুর কাছে হারের জন্য হেড টু হেডে চ্যাম্পিয়ন হয়ে যাবে বেঙ্গালুরুই৷

৭) গোল পার্থক্যেও মোহনবাগান ও বেঙ্গালুরুর থেকে পিছিয়ে রয়েছে ইস্টবেঙ্গল৷

আরও পড়ুন:
ফিরছেন দীপক, মেন্ডি-লোবোর চোট নিয়ে ধোঁয়াশা লাল-হলুদ শিবিরে

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

East bengal Moun bagan I League
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE