রবিবার পাঁচ ম্যাচের ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচ সহজেই জিতে নিয়েছে ভারত। তার আগে টেস্ট সিরিজ হোয়াইট ওয়াশ। দারুণ ফুরফুরে মেজাজে ভারতীয় ক্রিকেট দল। সকাল হতেই তাই বিরাট কোহালিরা বেরিয়ে পড়লেন স্থানীয় অভয়ারণ্যে ঘুরতে। ডাম্বুলায় সেই ঘোরার ফাঁকেই বিরাটের দেখা হয়ে গেল হাতির দলের সঙ্গে। যারা তখন নিশ্চিন্তে জলকেলি করতে ব্যস্ত। লেকের ধারের রেস্টুরেন্টের ব্যালকনিতে দাঁড়িয়ে সেই দৃশ্য উপভোগ তো করলেনই সঙ্গে তিনি যে এতটা আপ্লুত তাও টুইটারে জানাতে ভুললেন না। হাতির দলকে তিনি ব্যাখ্যা করলেন, ‘জেন্টল জায়ান্টস’ নামে। সঙ্গে জমিয়ে মস্তি, খানাপিনা আর ফটোসেশন। টুইটারে কোহালি লেখেন, ‘‘এই জেন্টল জায়ান্টসদের সঙ্গে ডে আউট। ওদের খেলতে দেখাটা দারুণ অভিজ্ঞতা।’’
আরও পড়ুন
হেরে দল নির্বাচনকেই একহাত নিলেন শ্রীলঙ্কা কোচ
যুবরাজের জন্য ‘বিশ্রাম’ সঠিক শব্দ নয়: গম্ভীর
ভারতের পরবর্তী খেলা ২৪ অগস্ট, বৃহস্পতিবার পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে। তার আগে ঘোরার মুডে ভারতীয় ক্রিকেট দল। এই মুহূর্তে ডাম্বুলায় রয়েছে পুরো দল। এ দিন ছিল ডাম্বুলা ঘোরার পালা।
Recent day out around these gentle giants! 😇😇 Such innocence and playfulness was blissful to see. 🐘🐘 pic.twitter.com/zxXR5WQdqb
— Virat Kohli (@imVkohli) August 21, 2017