Advertisement
E-Paper

বিশ্ব মঞ্চে শুটিংয়ে সোনা, হৃদয় জয় হাজরিকার

দক্ষিণ কোরিয়ার চাংওয়ানে অনুষ্ঠিত প্রতিযোগিতার ফাইনালে এক মাত্র ভারতীয় শুটার হিসেবে যোগ্যতা অর্জন করেছিল হৃদয় ৬২৭.৩ স্কোর করে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০১৮ ০৫:০৬
সফল: সোনা জেতার পরে ভারতের হৃদয়। টুইটার

সফল: সোনা জেতার পরে ভারতের হৃদয়। টুইটার

পরপর দু’দিন বিশ্ব শুটিং চ্যাম্পিয়নশিপ থেকে ব্যক্তিগত বিভাগে সোনা পেল ভারত। বৃহস্পতিবার সৌরভ চৌধুরি ১০ মিটার এয়ার পিস্তলে সেরা হওয়ার পরে শুক্রবার ১০ মিটার এয়ার রাইফেলের জুনিয়র বিভাগে সেরার খেতাব ছিনিয়ে নিল হৃদয় হাজারিকা।

দক্ষিণ কোরিয়ার চাংওয়ানে অনুষ্ঠিত প্রতিযোগিতার ফাইনালে এক মাত্র ভারতীয় শুটার হিসেবে যোগ্যতা অর্জন করেছিল হৃদয় ৬২৭.৩ স্কোর করে। এর পরে হাড্ডাহাড্ডি লড়াইয়ের শেষে ইরানের আমির নেকৌনামকে হারায় হৃদয়। মাত্র ০.১ পয়েন্টের জন্য বিশ্ব রেকর্ড ছুঁতে না পারা হৃদয় ও আমির দু’জনই ২৫০.১ পয়েন্ট পেয়ে ফাইনাল শেষ করেছিল। শুট অফে আমিরের চেয়ে ০.১ পয়েন্ট বেশি পেয়ে সোনা পায় হৃদয়। হৃদয়ের স্কোর ১০.৩ পয়েন্ট, আমিরের ১০.২।

এর আগে, জুনে জার্মানিতে অনুষ্ঠিত আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপেও ১০ মিটার বিভাগে সোনা পায় হৃদয়। পাশাপাশি ডিসেম্বরে দশম এশিয়া এয়ারগান চ্যাম্পিয়নশিপেও সেরা হয়েছিল হৃদয়। ১৬ বছর বয়সি হৃদয় লখিমপুর জেলার নারায়ণপুরের বাসিন্দা। স্কুল শিক্ষকের ছেলে হৃদয়ের পরিবারের কেউই ক্রীড়া জগতের সঙ্গে যুক্ত নন। শুধু হৃদয়ই নয়, ভারতকে দলগত বিভাগে দুরন্ত সোনা এনে দেয় মেয়েরাও। এলাভেনিল ভালারিভান (৬৩১), শ্রেয়া অগ্রবাল (৬২৮.৫) এবং মানিনি কৌশিক (৬২১.২) ১৮৮৮০.৭ পয়েন্টের বিশ্বরেকর্ড গড়ে চ্যাম্পিয়ন। পাশাপাশি মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলে রুপো জেতেন এলাভেনিল। একটুর জন্য সোনা জিততে পারেনি তিনি। বিশ্বকাপে জোড়া সোনাজয়ী চিনের শি মেনজিয়াওয়ের কাছে হারেন এলাভেনিল। চিনা শুটার স্কোর করেন ২৫০.৫। এলাভেনিলের স্কোর ২৪৯.৮। এই বিভাগে ব্রোঞ্জ পান শ্রেয়া ২২৮.৪ পয়েন্ট পেয়ে।

সোনাজয়ীর পরিচিতি

নাম: হৃদয় হাজরিকা।

বয়স: ১৬ বছর।

জন্ম: অসমের লখিমপুর জেলার নারায়ণপুর।

কৃতিত্ব: জুনে জার্মানিতে আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপে সোনা। ডিসেম্বরে এশিয়া এয়ারগান চ্যাম্পিয়নশিপে সোনা।
শুক্রবার জুনিয়র বিশ্ব চ্যাম্পিয়নশিপে ১০ মিটার এয়ার রাইফেলে সোনা।

পরিবার: বাবা স্কুলশিক্ষক। পরিবারের কেউই ক্রীড়াজগতের সঙ্গে যুক্ত নন।

প্রতিযোগিতার ষষ্ঠ দিনে ছ’টি পদক পায় ভারত। সব মিলিয়ে ভারতীয় দলের সংগ্রহ ১৮টি পদক। আন্তর্জাতিক শুটিং সংস্থার অন্যতম প্রধান প্রতিযোগিতায় এটাই ভারতের সেরা পারফরম্যান্স। এর আগে ভারতীয় দলের সেরা পারফরম্যান্স ছিল ছ’টি পদক। যা এসেছিল ক্রোয়েশিয়ায়। হৃদয়ের সাফল্যে উচ্ছ্বসিত ভারতের তারকা শুটাররাও। অলিম্পিক্সে ব্যক্তিগত বিভাগে ভারতের এক মাত্র সোনাজয়ী অভিনব বিন্দ্রা টুইট করেছেন, ‘‘অনেক অনেক অভিনন্দন জানাই হৃদয় হাজরিকাকে। ভারতের দ্বিতীয় এয়ার রাইফেল জুনিয়র বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার জন্য।’’

ISSF World Championships Shooting Shooter Hriday Hazarika হৃদয় হাজারিকা
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy