Advertisement
১১ মে ২০২৪
Sports News

আট বছর পর দলে ফিরলাম মনেই হচ্ছে না: পার্থিব

আট বছর পর জাতীয় টেস্ট দলে ফিরেছেন উইকেট কিপার ব্যাটসম্যান পার্থিব পটেল। ফিরেই নিজেকে চিনিয়েছেন। ব্যাট হাতে তৃতীয় টেস্টে করেছেন ৬৭ ও ৪২। কিন্তু এতদিন পর যে ভাবে নিজের সেরাটা দিয়েছেন ঠিক সে ভাবেই তাঁকে দলে গ্রহন করেছেন বাকিরা।

পার্থিব পটেল। ছবি: পিটিআই।

পার্থিব পটেল। ছবি: পিটিআই।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০১৬ ২১:১৮
Share: Save:

আট বছর পর জাতীয় টেস্ট দলে ফিরেছেন উইকেট কিপার ব্যাটসম্যান পার্থিব পটেল। ফিরেই নিজেকে চিনিয়েছেন। ব্যাট হাতে তৃতীয় টেস্টে করেছেন ৬৭ ও ৪২। কিন্তু এতদিন পর যে ভাবে নিজের সেরাটা দিয়েছেন ঠিক সে ভাবেই তাঁকে দলে গ্রহন করেছেন বাকিরা। পার্থিব বলেন, ‘‘আমি ড্রেসিংরুমে যে ওয়েলকাম আর যে ভাল বার্তাটা পেয়েছি সেটা খুব গুরুত্বপূর্ণ ছিল। আট বছর পর ফিরে দেশের সাদা জার্সি পরে টেস্ট খেলতে নামার আগে ভয়ে ছিলাম। সবাই যে ভাবে আমাকে আপন করে নিয়েছিল মনেই হয়নি আট বছর পর ড্রেসিংরুমে ফিরলাম।’’

ঋদ্ধিমান সাহা চোট পেয়ে বাইরে যেতেই দরজা খুলে গিয়েছিল পার্থিবের সামনে। অনেকেরই মনে সংশয় ছিল। কিন্তু সবাইকে ভুল প্রমাণ করে ভারতের জয়ের পিছনে মুখ্য ভূমিকা রেখে গিয়েছেন পার্থিব। বলেন, ‘‘আমার জন্য সেরা মুহূর্ত ছিল। আমি আগেও টেস্ট খেলেছি কিন্তু কখনও উইনিং রানটা আমার ব্যাট থেকে আসেনি। একজন ব্যাটসম্যানের কাছে খেলাটা শেষ করাটা বিশেষ পাওয়া। ফেরার পর উইনিং রান পাওয়াটা আমার কাছে গর্বের। উল্টো দিকে বিরাট ছিল ও আমাকে রান পেতে দেখে খুশি।’’

পার্থিবের মতে, দেশের হয়ে খেলাটাই অনেক গর্বের। ফেরাটা খুব কঠিন। ড্রেসিংরুমে সকলেই যে তাঁর জন্য বিষয়টা আরও সহজ করে দিয়েছিল সেটাও বলতে ভোলেননি পার্থিব। সঙ্গে প্রথম শ্রেনীর ক্রিকেটে নিজের খেলাও যে এই ফেরার পিছনে রয়েছে সেটাও বলেন তিনি। বলেন, ‘‘দীর্ঘদিন ধরে প্রথমশ্রেনীর ক্রিকেট খেলছি। আমি জানি আমার খেলাটা। আমি সব সময়ই রানের মধ্যে থাকার চেষ্টা করি। ভাল ফর্মেও ছিলাম। চাইছিলাম আমার এই খেলাটা দেশের হয়ে খেলার সুযোগ করে দেবে। সেই ফর্মটাই ধরে রাখতে চাই টেস্টে। প্রথম ইনিংসে ৪২ রানটা আমার আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছিল।’’

নিজের খেলায় সন্তুষ্ট পার্থিব। বলেন, ‘‘এই ধরণের উইকেটে ব্যাট করা সহজ নয়। আমার আরও একটু কাজ করতে হবে। তার জন্য বেশ কিছুটা সময় পেয়েও যাচ্ছি। আশা করছি পরের ম্যাচে আরও ভাল করতে পারব।’’

আরও খবর

জীবনের সেরা টেস্ট র‌্যাঙ্কিংয়ে পৌঁছলেন কোহালি, জাডেজা

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Parthiv Patel Virat Kohli
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE