Advertisement
E-Paper

‘ধোনি আইডিয়া দেবে, আমি সিদ্ধান্ত নেব’

ভারতীয় ক্রিকেট নতুন অধ্যায়ের শুরু হতে চলেছে রবিবার পুণের মাটি থেকে। যেখানে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কত্বের সম্পূর্ণ দায়িত্ব নিয়ে মাঠে নামবেন বিরাট কোহালি। এতদিন ছিল শুধু টেস্ট ক্রিকেট। এ বার সব ফর্ম্যাটের ক্রিকেটেরই নেতা তিনি।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০১৭ ২১:০২
নিরাপত্তারক্ষীর কুকুরের সঙ্গে খুনসুটিতে ব্যস্ত অধিনায়ক বিরাট কোহালি। ছবি: পিটিআই।

নিরাপত্তারক্ষীর কুকুরের সঙ্গে খুনসুটিতে ব্যস্ত অধিনায়ক বিরাট কোহালি। ছবি: পিটিআই।

ভারতীয় ক্রিকেট নতুন অধ্যায়ের শুরু হতে চলেছে রবিবার পুণের মাটি থেকে। যেখানে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কত্বের সম্পূর্ণ দায়িত্ব নিয়ে মাঠে নামবেন বিরাট কোহালি। এতদিন ছিল শুধু টেস্ট ক্রিকেট। এ বার সব ফর্ম্যাটের ক্রিকেটেরই নেতা তিনি। বিরাট অবশ্য বলছে তেমন কিছু বদল হচ্ছে না তাঁর। ‘‘সব একই থাকবে। আমি সিদ্ধান্ত নেব আর ধোনি ওর মতামত জানাবে। আমাদের মধ্যে এটা আগেও ছিল। আমরা পেশাদার ক্রিকেটার। এই সময়টা স্বাভাবিকই হবে।’’ ধোনির অধিনায়কত্ব নিয়ে বলতে গিয়ে বিরাট কোহালি বলেন, ‘‘যখন ধোনি অধিনায়ক ছিল আমি সব সময়ই আমার মতামত ওকে জানাতাম। এবং অনেক সময়ই ও আমার ভাবনাকে প্রাধান্য দিয়ে সিদ্ধান্ত নিত। কখনও সেটা ক্লিক করে যেত। কখনও সময় নিত সিদ্ধান্ত নিত। আমার মনে হয় না কিছু বদলেছে বা বদলাবে। সব একই আছে শুধু বদলেছে ক্যাপ্টেনের নাম। আমার মানসিকতা একটুও পরিবর্তন হয়নি।’’

আরও খবর: কেন দলে যুবরাজ, উত্তর দিলেন বিরাট

অনুশীলনে দুই অধিনায়ক। বিরাট কোহালি (বর্তমান), মহেন্দ্র সিংহ ধোনি (প্রাক্তন)।

কোহালি অবশ্য এটা পরিষ্কার করে দিয়েছেন, ধোনির মতামত তাঁর কাছে অমূল্য। ‘‘ধোনির মতামত আমার কাছে অমূল্য। তবে ওর মতামত মাথায় রেখে আমাকে নিজের প্রস্তুতি নিতে হবে। হয়তো আমি আমার মনের কথাই শুনব। হয়তো প্রয়োজনে প্ল্যান ‘বি’ও বেছে নিতে পারি।’’ গত দু’বছর ধরে ভারতীয় টেস্ট দলের অধিনায়কত্ব সামলাচ্ছেন সাফল্যের সঙ্গে। সেটাও এসেছিল হঠাৎ করেই। কিন্তু ভয় পাননি বিরাট। এ বার নতুন কিছু মনে হচ্ছে না তাঁর। ‘‘সত্যি কতা বলতে কী কিছুই মনে হচ্ছে না আমার। একমাত্র যেটা আমাকে উচ্ছ্বসিত করছে সেটা হল আগামী কাল আমি যখন টস করতে নামব তখন আমি ভারতের ফুল-টাইম অধিনায়ক। এ ছাড়া আমার মনে হয় না আর কিছু বদলেছে।’’

তবে তিনি আর বিরাট একদমই আলাদা। বিরাট কোহালি ঠিক যতটা আক্রমণাত্মক দোনি ঠিক ততটাই কুল। সে মাঠের মধ্যেই হোক বা বাইরে। স্বভাবের দিক থেকে দু’জন একদমই আলাদা। তবুও ধোনির থেকে অনেকটাই শিখেছেন। সেটা কী ভাবে ব্যবহার করবেন সেটা অবশ্য নিজে ঠিক করবেন। ‘‘আমি অনেক কিছু শিখেছি। সব অধিনায়কেরই নিজস্ব কিছু ধরণ আছে। আমার মতে ধোনি সফল কারণ ও সঠিক ভারসাম্যটা খুঁজে পেয়েছিল। টেস্ট ক্রিকেটে তাও ভাবনা-চিন্তার সময় পাওয়া যায়। কিন্তু ওয়ান ডে, টি২০তে সেই সুযোগ নেই।’’ কিন্তু অধিনায়কত্বের চাপ থেকে মুক্ত হয়ে যে ধোনিকে দেখতে চাইছেন বিরাট কোহালি সেটা পাওয়া যাবে কী না সময়ই বলবে।

Virat Kohli Mahendra Singh Dhoni One Day
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy