Advertisement
২৬ এপ্রিল ২০২৪

আমিই সেরা: রোনাল্ডো

রিয়াল মাদ্রিদের ‘আনডেসিমার’ রেশ এখনও পুরোপুরি কাটেনি। তার মধ্যেই ফের শিরোনামে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। যিনি এখন সাংবাদিকদের সামনে মুখ খোলা মানেই সেটার আর এক নাম হয়ে দাঁড়িয়েছে বিতর্ক। কয়েক মাস আগে লা লিগায় আটলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে হারের পর রোনাল্ডো মিক্সড জোনে দাঁড়িয়ে বলেছিলেন, ‘‘টিমের বাকি দশ জন আমার মতো হলে ঠিক জিতে যেতাম ম্যাচটা।’’

বের্নাবাওতে আনডেসিমার সেলিব্রেশনে রোনাল্ডো। ছবি: এএফপি

বের্নাবাওতে আনডেসিমার সেলিব্রেশনে রোনাল্ডো। ছবি: এএফপি

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ৩১ মে ২০১৬ ০৩:৫২
Share: Save:

রিয়াল মাদ্রিদের ‘আনডেসিমার’ রেশ এখনও পুরোপুরি কাটেনি। তার মধ্যেই ফের শিরোনামে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। যিনি এখন সাংবাদিকদের সামনে মুখ খোলা মানেই সেটার আর এক নাম হয়ে দাঁড়িয়েছে বিতর্ক।

কয়েক মাস আগে লা লিগায় আটলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে হারের পর রোনাল্ডো মিক্সড জোনে দাঁড়িয়ে বলেছিলেন, ‘‘টিমের বাকি দশ জন আমার মতো হলে ঠিক জিতে যেতাম ম্যাচটা।’’ গত শনিবার চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে সেই আটলেটিকোকে হারিয়ে সিআর সেভেন ফের মনে করিয়ে দিলেন, যতই বেল বা বেঞ্জিমা থাকুন না কেন, তিনিই এই দলের অপরিহার্য অঙ্গ।

রোনাল্ডো বলছেন, ‘‘আমাকে যারা হিংসা করে তারাই মেনে নিতে পারবে না আমার জয়। এই দলে আমি এখনও এক নম্বর। যারা আমার সমর্থক তারা খুশি হবে। বিশেষ করে আমার দেশ পর্তুগালের জন্য এটা গর্বের ব্যাপার।’’

প্রথম পর্তুগিজ ফুটবলার হিসেবে রোনাল্ডো তিন বার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন। ফুটবলবিশ্বের আশা ছিল, হয়তো ফাইনালে রোনাল্ডো প্রমাণ করবেন তিনি বড় ম্যাচেও সমান বিধ্বংসী। কিন্তু টাইব্রেকারে শেষ পেনাল্টি নেওয়া ছাড়া একশো কুড়ি মিনিট কার্যত অদৃশ্য ছিলেন তিনি। তবে সমালোচকদের একহাত নিয়ে রোনাল্ডো বলছেন, ‘‘আমি মানছি ফাইনালে খুব ভাল খেলতে পারিনি। কিন্তু একজনের নাম বলুন যে অবিশ্বাস্য খেলেছে? মরসুম শেষে সবাই হাঁফিয়ে ওঠে। মিলানে খুব গরম ছিল। আপনারা দেখলেন সবার ক্র্যাম্প ধরছিল। তবুও আমি সেরাটা দিয়েছি। এই চ্যাম্পিয়ন্স লিগেও আমি সর্বোচ্চ গোলদাতা।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Cristiano Ronaldo Champions League
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE