Advertisement
০৪ অক্টোবর ২০২৩
Neymar Da Silva Santos Junior

বার্সেলোনা ছেড়ে স্মৃতির পথে হাঁটলেন নেমার

পিএসজিতে যোগ দিয়েছেন ইতিমধ্যেই। তা বলে কী ভুলে যাবেন ফেলে আসা সেই সব দিনগুলো। ভুলতে চানও না। তাই নতুন ক্লাবে চুক্তি করেও স্মৃতিতে ডুব দিলেন নেমার জুনিয়র। ইনস্টাগ্রামে দেখা গেল তারই ঝলক।

নেমারের অপেক্ষায় পিএসজির ফ্যানরা। ছবি: এএফপি।

নেমারের অপেক্ষায় পিএসজির ফ্যানরা। ছবি: এএফপি।

শেষ আপডেট: ০৪ অগস্ট ২০১৭ ১৭:০১
Share: Save:

বার্সেলোনা ছাড়ছেন ঠিকই কিন্তু মনের কোথাও জায়গা করে নিয়েছে সেই ক্লাব। বার্সেলোনার দিনগুলি যেন ভুলেও ভুলতে পারছেন না নেমার। পিএসজিতে রেকর্ড মূল্যে গিয়েও তাই ঘুরে ফিরে আসছে মেসি, সুয়ারেজদের সঙ্গে কাটানো সময়ের কথা। নেমার তার ইনস্টাগ্রাম পোস্টে সেই কথাই বলেছে। সেখানে তিনি বলেন, ‘‘আমার এখনও মনে আছে ক্লাবে আমার প্রথম দিনের কথা। ড্রেসিংরুম ভাগাভাগি করে নেওয়ার সৌভাগ্য হয়েছিল মেসি, ভালদেস, ইনিয়েস্তা, জাভি, পুওল, পিকে, বুসকেটসদের সঙ্গে। বিশ্বের সেরাদের সঙ্গে খেলার সুযোগ পেয়েছিলাম। ভবিষ্যতে হয়ত এমন সুযোগ আর আসবে না।’’

আরও খবর: বাবার পরামর্শেই সিদ্ধান্ত, জল্পনা

মেসির সঙ্গে বন্ধুত্বের কথাও তুলে এনেছেন নেমার। বড় ভাইয়ের মতো সব সময় আগলে রাখতেন মেসি। নেমার বলেন, ‘‘লিও মেসি মাঠের ও মাঠের বাইরে আমার বন্ধু হয়ে উঠেছিল। তোমার সঙ্গে খেলাটা গর্বের।’’ আর বিশ্বের সেরা ফরোয়ার্ড লাইন তো ছিল এই বার্সেলোনাতেই। মেসি-সুয়ারেজ-নেমার। বলেন, ‘‘বিশ্ব ফুটবলের ইতিহাসে আমি, মেসি, সুয়ারেজ সেরা জুটি তৈরি করেছিলাম। একজন ক্রীড়াবিদ যা চায় আমি সব পেয়েছি। এমন কিছু স্মৃতি নিয়ে যাচ্ছি যা ভোলার নয়। এই শহরটা আমার নিজের জায়গা হয়ে গিয়েছিল। আমি ভালবাসি ক্যাটালোনিয়া ও বার্সেলোনাকে।’’

আরও খবর: বার্সা ছাড়ছেন, নিশ্চিত হতেই সরানো হল নেমারের ছবি

এর মধ্যে তিনি এও স্বীকার করেছেন, তিনি তাঁর বাবার মতের বিরুদ্ধে গিয়েই পিএসজিতে যোগ দিয়েছেন। বলেন, ‘‘এই নিয়ে দু’বার আমি আমার বাবার বিরুদ্ধে গেলাম। আমার হৃদয় বলেছে এ বার ছাড়ার সময় এসেছে। সিদ্ধান্ত সহজ ছিল না।’’

এ বার পিএসজিকে নিজের সেরাটা দিতে চান নেমার। ২৫ বছরের জীবনে যা যা অভিজ্ঞতা হয়েছে সবটা নিয়েই এগোতে চান।

নেমারের ইনস্টাগ্রাম পোস্ট í á í é ñ í í í é é “é ” ó ! é ó ñ é ! á í é ó ó á á ó í í ó í ñ ó ó á ó ñ é ñ ó í ñ à ! '! ! 🇧🇷 👻

í á í é ñ í í í é é “é ” ó ! é ó ñ é ! á í é ó ó á á ó í í ó í ñ ó ó á ó ñ é ñ ó í ñ à ! '! !

🇧🇷 👻

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE