বাংলাদেশের দাবি সম্ভবত মানছে না জয় শাহের আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ ভারত থেকে না সরানোর সিদ্ধান্ত একরকম চূড়ান্ত। ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবদন অনুযায়ী, মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক প্রতিনিধির সঙ্গে কথা বলেছেন আইসিসি কর্তারা। ইঙ্গিত দেওয়া হয়েছে, এই মুহূর্তে নতুন করে বিশ্বকাপের সূচি তৈরি সম্ভব নয়।
সোমবার জয়-সহ আইসিসির কয়েক জন কর্তা মুম্বইয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের সদর দফতরে গিয়ে নতুন সমস্যা নিয়ে আলোচনা করেন। বিসিসিআই কর্তারা বিশ্বকাপের ম্যাচ আয়োজনের অধিকার হাতছাড়া করতে নারাজ। বিশ্বকাপের ঠাসা সূচি পরিবর্তন করে নতুন করে সব কিছু ব্যবস্থা করা এখন আর সম্ভব নয় বলে জানানো হয়েছে। কারণ গ্রুপ পর্বে বাংলাদেশের ম্যাচ সরিয়ে শ্রীলঙ্কায় নিয়ে যাওয়ার অর্থ আরও চারটি দেশকেও সেখানে খেলতে পাঠাতে হবে। ক্রিকেটারদের যাতায়াত, থাকার ব্যবস্থা, প্রয়োজনীয় বিশ্রামের সময় ছাড়াও রয়েছে ম্যাচ সম্প্রচারের আয়োজন। বিস্তারিত আলোচনার পর পরিস্থিতি খতিয়ে দেখে আইসিসি কর্তারা বাংলাদেশের দাবি মতো সূচি পরিবর্তন না করার পক্ষে সম্মত হয়েছেন। প্রয়োজনে বাংলাদেশ দলের জন্য নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা করা হবে। যদিও বিষয়টি এখনও সরকারি ভাবে ঘোষণা করা হয়নি। বিশ্বকাপের গ্রুপ পর্বে বাংলাদেশের তিনটি ম্যাচ রয়েছে কলকাতায়। একটি ম্যাচ মুম্বইয়ে।
আরও পড়ুন:
মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বিসিসিআই বাদ দেওয়ার পর বাংলাদেশ-ভারত ক্রিকেট সম্পর্কে জটিলতা তৈরি হয়েছে। ক্ষুব্ধ বাংলাদেশ সরকার বিসিবিকে নির্দেশ দেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলতে লিটন দাসের দলকে ভারতে না পাঠাতে। সেই মতো ভারতের ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করে বিসিবি বাংলাদেশের ম্যাচগুলি ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় আয়োজনের দাবি জানায় আইসিসির কাছে। কিন্তু সেই দাবি মানতে রাজি নয় আইসিসি। উল্লেখ্য, আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ।