Advertisement
২৫ এপ্রিল ২০২৪

টাকার জন্য আমি এটিকে ছাড়িনি

আইএসএলের ‘মোস্ট ওয়ান্টেড’ কোচ আটলেটিকো দে কলকাতা ছেড়ে এ বার পুণে সিটিতে। মঙ্গলবার মধ্য রাতে মাদ্রিদ ফেরার আগে আনন্দবাজারকে মুম্বই থেকে ফোনে একান্ত সাক্ষাৎকার দিলেন আন্তোনিও লোপেজ হাবাস।যেতে পারলাম না টিম ম্যানেজমেন্টের একটা অনুষ্ঠান থাকায়। ওরা খুব জোরাজোরি করল থেকে যাওয়ার জন্য। আসলে এই প্রথমবার গোটা টিম ম্যানেজমেন্টের সঙ্গে দেখা হওয়ার কথা ছিল!

প্রীতম সাহা
শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০১৬ ০৪:৪৯
Share: Save:

প্রশ্ন: আজ, মঙ্গলবারই তো স্পেনে ফেরার কথা ছিল আপনার?

হাবাস: হ্যাঁ। কিন্তু যেতে পারলাম না টিম ম্যানেজমেন্টের একটা অনুষ্ঠান থাকায়। ওরা খুব জোরাজোরি করল থেকে যাওয়ার জন্য। আসলে এই প্রথমবার গোটা টিম ম্যানেজমেন্টের সঙ্গে দেখা হওয়ার কথা ছিল!

প্র: কিন্তু এটা তো হাবাসের স্বভাব বিরুদ্ধ কাজ। রুটিনের বাইরে?

হাবাস: কেন?

প্র: হাবাস মানে শৃঙ্খলা। সব কাজ টাইম টু টাইম। তা হলে নিয়ম ভেঙে এক দিন বেশি থাকলেন কীভাবে?

হাবাস: (ফোনে হাসতে হাসতে) আপনারা সাংবাদিকরা মনে করেন আমি খুব কড়া, তাই না! আরে আমিও মানুষ। সেটা ভুলবেন না। হাবাস কড়া ড্রেসিংরুমে। প্র্যাকটিসে। ম্যাচে। টিমের সঙ্গে যখন থাকি, তখন আমি কাউকে তোয়াক্কা করি না। দরকারে হিংস্রও হয়ে যাই। সে যত বড়ই ফুটবলার হোক বা কর্তা— নিজের আদর্শের সঙ্গে আপস করি না। তবে বাকি সময় (একটু থেমে) আমিও হাসতে ভালবাসি। প্রয়োজনে আপস করতেও পিছু পা হই না। হঠাৎ ঠিক হলেও মুম্বইয়ের মিটিংটা খুব জরুরি ছিল। তাই এক দিন বেশি থাকলাম। বুধবার সকালেই স্পেনে ফিরে যাচ্ছি।

প্র: আপনি পেশাদার কোচ। টাকা একটা বড় ফ্যাক্টর। কিন্তু কলকাতা ছাড়ার কারণ কি শুধুই অর্থ?

হাবাস: টাকার জন্য আমি কখনও টিম বদল করি না। কখনও করিনি। জীবনে কখনও করবও না। অসম্ভব। আমার কাছে স্পেনের কিছু ক্লাবের ভাল প্রস্তাব ছিল। টাকার পরিমাণও অনেক বেশি ছিল। কিন্তু ভারতে কোচিং করাব বলেই যায়নি। আমি এটিকে ছেড়েছি আরও অনেক কারণে। দু’বছর একটা টিমের সঙ্গে থাকলাম। এ বার একটা নতুন চ্যালেঞ্জের খোঁজে পুণে সিটিতে আসা। পুনে আমাকে ডিসেম্বরে কোচ হওয়ার প্রস্তাব দেয়। সবার আগে। জানুয়ারিতেই আমাদের মোটামুটি পাকা কথা হয়ে যায়।

প্র: আপনি বললেন আরও অনেক কারণে। এটা তো মাত্র একটা কারণ হল...

হাবাস: এটিকে-র সঙ্গে আমার দু’বছরের চুক্তি শেষ হয় গত বছর। নতুন যে সব ক্লাব আমার সঙ্গে যোগাযোগ করেছিল এখানে, তাদের মধ্যে পুণের প্রস্তাবটা খুব আকর্ষনীয় লেগেছিল। এই মরসুমে শুরু থেকেই ওরা আমাকে ধরেই সব পরিকল্পনা করেছে। এবং আমাকে প্রথম থেকেই যাবতীয় পরিকল্পনার মধ্যে রেখে এগিয়েছে। আইএসএলের ক্লাবগুলোর মধ্যে পুণের পেশাদারিত্ব আমাকে দারুণ ভাবে টেনেছে। পুণের সবচেয়ে যেটা ভাল, ওদের নিজস্ব প্র্যাকটিস মাঠ আছে। প্র্যাকটিসের জন্য ঘুরে ঘুরে মাঠ খুঁজতে হবে না। তা ছাড়া হোটেলের পিছনেই স্টেডিয়াম। আমাদের সময়ও বাঁচবে, দ্রুত কাজও করতে পারব।

প্র: কলকাতায় কাকে সবচেয়ে বেশি মিস করবেন?

হাবাস: আমার পরিবার। এটিকে আমার ‘সেকেন্ড ফ্যামিলি’ ছিল। টিম ম্যানেজমেন্ট থেকে ফুটবলার এই দুই বছরে আমরা একটা সুখি পরিবার হয়ে উঠেছিলাম। সমর্থকরাও আমাকে প্রচুর সম্মান দিয়েছে। পুণেতে আসার সিদ্ধান্তটা কঠিন ছিল। কিন্তু লাইফ মাস্ট গো অন। আর পুণেও আমাকে পাওয়ার জন্য সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়েছিল। এটিকে সেটা করেনি।

প্র: সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে আপনার একটা দারুণ সম্পর্ক ছিল। ওর সঙ্গে কাটানো কোনও স্পেশ্যাল মুহূর্ত কিংবা কথা মনে পড়ছে?

হাবাস: সৌরভ একজন প্রকৃত যোদ্ধা। নিজে স্পোর্টসম্যান বলে কোচের সুবিধা-অসুবিধাটাও বেশ ভাল করে বুঝত। ওর সঙ্গে মাঠের বাইরে খুব একটা আলাপ-আলোচনা হয়নি সে ভাবে। তবে যত বার ওর সঙ্গে দেখা হয়েছে একটা পজিটিভ মনোভাব দেখতে পেয়েছি। আমার মতো সৌরভও হারার আগে হারব না মনোভাবে বিশ্বাসী। ওর আগ্রাসী অ্যাটিটিউডটা খুব মিস করব। সব টিমে এমন স্পোর্টসম্যান-কর্তা তো আর পাব না!

প্র: দু’বছরের এটিকে ইনিংসকে কী ভাবে ব্যাখ্যা করবেন?

হাবাস: আমার জীবনের একটা স্মরণীয় অধ্যায়। যে ভাবে একজোট হয়ে সবাই পরিশ্রম করেছি, একটা পরিবারের মতো থেকেছি-খেয়েছি-ঘুমিয়েছি, তাতে নিঃসন্দেহে পুণে সিটি কোচ হিসেবে দায়িত্ব অনেক বেড়ে গিয়েছে। আমার কাছে বড় চ্যালেঞ্জ হল, এটিকের সাফ্যলের সঙ্গে পাল্লা দেওয়া। যেটা সহজ হবে না। এটিকে-র সৌজন্যে আমাকে ঘিরে এখন প্রত্যাশার পারদ তুঙ্গে। একটু নড়চড় হলেই সব দিক থেকে সমালোচনার ঝড় আছড়ে পড়বে।

প্র: তা হলে সেই ঝড় আটকাতে নতুন টিমে সবার আগে কি পরিবর্তন করতে চান?

হাবাস: পরিবর্তন নয়। সবার আগে টিমটাকে নতুন করে সাজাতে হবে। যে দর্শনে বিশ্বাস করি, সেটা ফুটবলার এবং টিম ম্যানেজমেন্টকেও বোঝাতে হবে। আরও একটা বড় ব্যাপার, ফুটবলারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা। আইএসএলের আগে ও পরে। যেটা এটিকে-তেও করতাম। তবে হ্যাঁ, আমি জোর করে কিছু চাপিয়ে দিতে চাই না। আমার মতাদর্শে যারা বিশ্বাস করবেন, তাদের নিয়েই আমি কাজ করতে চাইব।

প্র: বেটে আপনার টিমে আগেই সই করেছেন। আপনার দলে কি আর কোনও পুরনো মুখ দেখা যাবে?

হাবাস: এ সব এত আগে বলা খুব কঠিন। তবে ইউরোপের বহু ক্লাবের সঙ্গে আমরা কথা বলছি। ১৫ মে-র মধ্যে টিমের বেশির ভাগ ফুটবলার চূড়ান্ত হয়ে যাবে।

প্র: আপনার প্রাক-মরসুম শিবির কবে থেকে শুরু হচ্ছে?

হাবাস: সব ঠিকঠাক চললে, আমরা ১৫ অগস্ট থেকে স্পেনে শিবির করব। এক মাসের জন্য। প্লিজ এ বার শেষ করুণ (গম্ভীর গলায়)।

প্র: আচ্ছা, শেষ প্রশ্ন। আটলেটিকোর জন্য আপনার কোনও বার্তা?

হাবাস: অনেক শুভেচ্ছা থাকল নতুন মরসুমের জন্য। তবে পুণে বনাম কলকাতা ম্যাচ বাদে। ওটা আমরাই জিতব (হাসতে হাসতে)।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Antonio Habas Football Atletico de Kolkata
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE