Advertisement
০২ এপ্রিল ২০২৩
Sports News

সনি-আজহারের গোলে জয় মোহনবাগানের, লালকার্ড প্লাজার

যেমনভাবা হয়েছিল তেমনই দল নামিয়েছেন মোহনবাগান কোচ সঞ্জয় সেন। ইস্টবেঙ্গলে একটা অবশ্য ছোট্ট চমক থাকছেই। ডিকাকে বসিয়ে দলে আনা হয়েছে রোমিওকে। অন্যদিকে, পাইনকে বেঞ্চে রেখে তিন বিদেশিতেই শুরু করছে ইস্টবেঙ্গল।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০১৭ ১৮:৫১
Share: Save:

মোহনবাগান ২ (সনি নর্দে, আজহারউদ্দিন)

Advertisement

ইস্টবেঙ্গল ১ (রাউলিন বর্জেস)

ম্যাচের সেরা সনি নর্দে।

• রাউলিন বর্জেসের গোলে ব্যবধান কমাল ইস্টবেঙ্গল।

Advertisement

• ৯০ মিনিট, গোওওওওওওওওওওওওওল......

• ৮৮ মিনিট, সুয়োগ এসেছিল ইস্টবেঙ্গলের সামনে।

• ৮৬ মিনিট, রোমিও ফার্নান্ডেজের জায়গায় মাঠে এলেন জ্যাকিচাঁদ সিংহ।

• ৮৩ মিনিট, মেহেতাবের মিস পাস থেকে বল পেয়ে গিয়েছিলেন সনি। কিন্তু তাঁর শট সরাসরি জমা হয় রেহনেশের হাতে।

• ৮১ মিনিট, মেহেতাবের অসাধারণ পাস রোমিওকে। কিন্তু বলের দখল রাখতে পারলেন না তিনি।

• ৭৯ মিনিট, আজহারউদ্দিনের জায়গায় মাঠে এলেন জেজে।

• ৭৫ মিনিট, ক্রিস পাইনের হলুদ কার্ড।

• ৭৫ মিনিট, পাইনের শট কর্নারের বিনিময়ে বাঁচালেন দেবজিৎ।

• ৭১ মিনিট, গুরবিন্দরের হলুদ কার্ড।

• ৭০ মিনিট, পাইনের শট ক্লিয়ার করলেন প্রবীর।

• ৬৬ মিনিট, উইলিস প্লাজার রেড কার্ড। ১০ জনের হয়ে গেল ইস্টবেঙ্গল।

• ৬৩ মিনিট, সনি নর্দের ফ্রিকিকে বলবন্তের হেড সরাসরি রেহনেশের হাতে।

• বাগানের ফ্রিকিক।

• ৬২ মিনিট, রবার্টের ক্রস গোলে পাঠানোর জন্য কেউ ছিলেন না।

• ৫৯ মিনিট, শেহনাজের ৩৫ গজ দুর থেকে নেওয়া শট বাইরে গেল।

• ৫৭ মিনিট, গোলকিক ইস্টবেঙ্গলের।

• ৫৩ মিনিট, রাজু গায়কোয়াড়ের জায়গায় মাঠে এলেন প্রবীর দাস।

• ৫১ মিনিট, দেবজিতের অসামান্য সেভ।

• ৫০ মিনিট, রাজুর লম্বা থ্রো হেড করে বাইরে পাঠালেন গুরবিন্দর।

• ৪৭ মিনিট, মেহতাবের ফ্রিকিক কাজে লাগল না।

• দ্বিতীয়ার্ধের খেলা শুরু।

• হাফ টাইম।

• উচ্ছ্বাসে জার্সি খুলে হলুদ কার্ড দেখলেন আজহার।

• আজহারউদ্দিন মল্লিকের গোলে ২-০তে আবার এগিয়ে গেল মোহনবাগান।

• ৪৩ মিনিট, গোওওওওওওওওওওওওওল.....

• ৩৮ মিনিট, ইস্টবেঙ্গলে পরিবর্তন। অবিনাশের জায়গায় দলে এলেন ক্রিস পাইন।

• ফ্রি কিক দুরন্ত গোল করে মোহনবাগানকে এগিয়ে দিলেন সনি নর্দে।

• ৩৫ মিনিট, গোওওওওওওওওওওওওওল......

• ৩২ মিনিট, প্রীতমের লং বল বুক দিয়ে নামিয়ে শট নিয়েছিলেন। কিন্তু তা চলে যায় বাইরে।

• ২৯ মিনিট, এডুর ব্যাকপাস মিস করে গিয়েছিলেন দেবজিৎ।

• ২৭ মিনিট, বলবন্তের সঙ্গে সংঘর্ষে আহত মেহতাব। চিকিৎসার জন্য বাইরে।

• ২৫ মিনিট, ওয়েডসনের শট উড়ে গেল গোলের উপর দিয়ে।

• ২৩ মিনিট, খারাপ ফ্রিকিক শেহনাজের।

• ২০ মিনিট, সোনির ফ্রিকিক ইস্টবেঙ্গল ওয়ালের উপর দিয়ে চলে যায় বাইরে।

• ১৯ মিনিট, সুযোগ এসে গিয়েছিল ডাফির সামনে। শেষ বেলায় রবার্ট ক্লিয়ার করেন।

• ১৭ মিনিট, হলুদ কার্ড দেখলেন রাজু গায়কোয়াড়।

• ১৪ মিিট, রোমির পাস থেকে কাটসুমির শট বাইরে।

• ১৩ মিনিট, মাঝ মাঠের দখল নিয়েছে ইস্টবেঙ্গল।

• সোনির কর্ণার কাজে লাগল না।

• ১০ মিনিট, মোহনবাগানের কর্ণার।

• অবিনাশের কর্ণারে মোহনবাগান বক্সে চাঞ্চল্য। যদিও কোনও কাজে লাকল না।

• ৭ মিনিট, কর্নার ইস্টবেঙ্গলের।

• ৫ মিনিট, রোমিওর ডানদিক ধরে দৌড় আটকালেন কাটসুমি।

• ৩ মিনিট, সনি নর্দে পৌঁছে গিয়েছিলেন গোলের কাছে।

• ১ মিনিট, রাজুর থ্রো থেকে শুরুতেই সুয়োগ মোহনবাগানের।

• খেলা শুরু।

যেমনভাবা হয়েছিল তেমনই দল নামিয়েছেন মোহনবাগান কোচ সঞ্জয় সেন। ইস্টবেঙ্গলে একটা অবশ্য ছোট্ট চমক থাকছেই। ডিকাকে বসিয়ে দলে আনা হয়েছে রোমিওকে। অন্যদিকে, পাইনকে বেঞ্চে রেখে তিন বিদেশিতেই শুরু করছে ইস্টবেঙ্গল। যা দল তাতে এক স্ট্রাইকারেই শুরু করবে ইস্টবেঙ্গল। ৪-২-৩-১ ফর্মে যদিও খুব সাফল্য আসেনি ইস্টবেঙ্গলের। মোহনবাগান নামবে চেনা ছক ৪-৪-২এই।

আরও খবর: শিলিগুড়িতে সমর্থকদের হাতাহাতিতে সরগরম ডার্বি

মোহনবাগান: দেবজিৎ মজুমদার, প্রীতম কোটাল, আনাস, এডুয়ার্ডো, রাজু গায়কোয়াড়, আজহারউদ্দিন মল্লিক, কাটসুমি ইউসা, শেহনাজ সিংহ, সনি নর্দে, বলবন্ত সিংহ, ড্যারেল ডাফি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE
Popup Close
Something isn't right! Please refresh.