Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

২৯ নভেম্বর ২০২১ ই-পেপার

সুনীলদের হাতে ট্রফি শনিবারই

২০ এপ্রিল ২০১৬ ০৩:৩৩

শিলিগুড়িতেই সুনীল ছেত্রীদের হাতে আই লিগ ট্রফি তুলে দেবে ফেডারেশন। আই লিগ চ্যাম্পিয়ন হয়ে গেলেও বেঙ্গালুরু এফসি-র আরও একটা ম্যাচ বাকি। অ্যাশলে ওয়েস্টউডের টিম শনিবার সেই ম্যাচ খেলবে মোহনবাগানের সঙ্গে। ওই ম্যাচের পরেই বেঙ্গালুরু দলের হাতে ট্রফি তুলে দেবেন ফেডারেশন সচিব কুশল দাশ। আই লিগের সেরা কোচ এবং অন্য পুরস্কারপ্রাপকদের নামও সেই দিন ঘোষিত হবে। যার এখন ভোট প্রক্রিয়া চলছে ভারতীয় ফুটবলে। চ্যাম্পিয়ন হতে না পারলেও বেঙ্গালুরুকে ওই ম্যাচে হারিয়ে আই লিগ রানার্স হতে চাইছে বাগান। বলবন্ত সিংহ ছাড়া বাকি সব ফুটবলারকে সুস্থ অবস্থায় পাচ্ছেন কোচ সঞ্জয় সেন। মঙ্গলবার তিনি বললেন, ‘‘শিলিগুড়িতে পুরো টিম পাব। ম্যাচটা জিততেই হবে। তার পরে আবার এএফসি কাপের ম্যাচ। ওই টুনার্মেন্টে আমরা পরের রাউন্ডে চলে গিয়েছি। তবু পরের ম্যাচগুলো জিতে গ্রুপ টপার থাকতে চাই।’’ এ দিকে বর্ণবিদ্বেষমূলক মন্তব্যের অভিযোগ তুলে বাগানের কর্নেল গ্লেন টুইটে মিথ্যে কথা লিখেছিলেন, পাল্টা এই অভিযোগে তাঁর শাস্তি দাবি করে যে চিঠি দিয়েছিল ইস্টবেঙ্গল, তাকে গুরুত্ব দিচ্ছে না ফেডারেশন।

Advertisement

আরও পড়ুন

Advertisement