Advertisement
১৮ মে ২০২৪

সূচি নিয়ে ক্ষুব্ধ সাইনা বলছেন, বিশ্রাম চাই

ব্যাডমিন্টনের ঠাসা ক্রীড়াসূচি আর বারোটা টুর্নামেন্টে খেলা বাধ্যতামুলক করার এই নিয়ম অবশ্য খেলোয়াড়দের মধ্যে খুব একটা গ্রহণযোগ্য হয়নি। সাইনা যেমন বলছেন, বড় টুর্নামেন্টের প্রস্তুতির জন্য তাঁকে বিশ্রাম নিয়ে নিয়ে খেলতে হবে।

ইন্ডিয়ান ওপেনের প্রথম রাউন্ডের ম্যাচে সাইনা নেহওয়াল পিটিআই

ইন্ডিয়ান ওপেনের প্রথম রাউন্ডের ম্যাচে সাইনা নেহওয়াল পিটিআই

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০১৮ ০৩:৫৪
Share: Save:

পায়ে কড়া পড়া অবস্থাতেও কোর্টে নামতে হয়েছিল তাঁকে। কিন্তু শেষ পর্যন্ত পারলেন না এইচ এস প্রণয়। ইন্ডিয়ান ওপেন ব্যাডমিন্টনের প্রথম রাউন্ডে হার মানতে হল প্রণয়কে। তবে পি ভি সিন্ধু এবং সাইনা নেহওয়াল নিজের নিজের ম্যাচ জিতে দ্বিতীয় রাউন্ডে উঠে গেলেন।

বুধবার প্রণয়ের প্রতিদ্বন্দ্বী ছিলেন ভারতেরই শ্রেয়াংশ জয়সবাল। যাঁর কাছে প্রণয় হারলেন ৪-২১, ৬-২১। মেয়েদের সিঙ্গলসে ইন্দোনেশিয়ান মাস্টার্স ফাইনালিস্ট সাইনার লড়াইটা অবশ্য হাড্ডাহাড্ডিই হয়েছে। ডেনমার্কের সফি হম্‌বো-কে ২১-১৫, ২১-৯ হারান সাইনা। দ্বিতীয় গেমে না হলেও প্রথম গেমে রীতিমতো লড়াই করতে হয়েছে সাইনাকে। অন্য ম্যাচে গত বারের চ্যাম্পিয়ন সিন্ধু হারান ডেনমার্কেরই নাতালিয়া কখ-কে। সিন্ধু জেতেন ২১-১০, ২১-১৩ গেমে।

দ্বিতীয় রাউন্ডে সাইনার প্রতিদ্বন্দ্বী ডেনমার্কের আর এক তরুণী লিন জারসফেল়্ড। সিন্ধুকে খেলতে হবে ভারতের বৈদেহী চৌধুরী বা বুলগেরিয়ার লিন্ডা জেটচিরি-র বিরুদ্ধে।

ব্যাডমিন্টনের নতুন নিয়ম অনুযায়ী, ঠাসা ক্রীডাসূচির মধ্যে থেকে সিঙ্গলস র‌্যাঙ্কিংয়ের প্রথম পনেরোয় থাকা খেলোয়াড়দের অন্তত বারোটা টুর্নামেন্টে খেলতেই হবে। যে জন্য প্রায় বাধ্য হয়েই ইন্ডিয়ান ওপেনে চোট নিয়ে নেমে পড়তে হয়েছে প্রণয়কে। যার পরে তিনি বলেন, ‘‘নতুন নিয়মে বাধ্যতামূলক হয়ে পড়েছে যে ১২টা টুর্নামেন্টে খেলতেই হবে। যে জন্য আমাকে জোর করে এই টুর্নামেন্টে নামতে হল। আমি ম্যাচটা ছেড়েও দিতে পারছিলাম না। কারণ ব্যাডমিন্টন সংস্থার নিয়ম অনুযায়ী, একই দেশের প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে ম্যাচ ছেড়ে দিলে র‌্যাঙ্কিং পয়েন্ট পাওয়া যায় না।’’

তাঁর চোটটা ঠিক কী রকম, জানতে চাইলে প্রণয় বলেন, ‘‘পায়ের দু’তিন জায়গায় কড়া মতো পড়ে গিয়েছে। আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম। কিন্তু চিকিৎসা ঠিক মতো হয়নি। কাল আবার চিকিৎসার জন্য যাব। এই প্রথম আমি দিন পনেরোর জন্য র‌্যাকেট হাতে নিতে পারিনি।’’

ব্যাডমিন্টনের ঠাসা ক্রীড়াসূচি আর বারোটা টুর্নামেন্টে খেলা বাধ্যতামুলক করার এই নিয়ম অবশ্য খেলোয়াড়দের মধ্যে খুব একটা গ্রহণযোগ্য হয়নি। সাইনা যেমন বলছেন, বড় টুর্নামেন্টের প্রস্তুতির জন্য তাঁকে বিশ্রাম নিয়ে নিয়ে খেলতে হবে। না হলে সমস্যায় পড়ে যাবেন। সাইনা ইতিমধ্যেই ভারতীয় ব্যাডমিন্টন সংস্থাকে চিঠি লিখে জানিয়েছেন, তাঁকে যেন এশিয়ান ব্যা়ডমিন্টন টিম চ্যাম্পিয়নশিপ থেকে সরে দাঁড়ানোর অনুমতি দেওয়া হয়।

বুধবার ম্যাচ জিতে সাইনা বলেছেন, ‘‘এটা কিন্তু শুধু ট্রেনিংয়ের সমস্যা নয়। আমার নিজের শরীরকেও তো সময় দিতে হবে ম্যাচের ধকল কাটিয়ে ওঠার জন্য। ব্যাডমিন্টন খুব কঠিন খেলা। শরীরের ওপর মারাত্মক চাপ পড়ে। বাইরে থেকে দেখে মনে হয়, খেলাটা কত সহজ। কিন্তু ব্যাপারটা তো তা নয়। আমি শুধু কোর্টে নেমে খেলার জন্য খেলতে চাই না। আমি চাই, তরতাজা অবস্থায় টুর্নামেন্টে নামতে।’’

সূচি নিয়ে ক্ষুব্ধ সাইনা আরও বলেছেন, ‘‘জানি, সবাই চায় যেন আমি আরও বেশি করে টুর্নামেন্টে নামি। কিন্তু নেমে হেরে গিয়ে কী লাভ বলুন? তখন তো সবাই বলবে ‘সাইনা পারল না’, ‘সাইনার খারাপ ফর্ম চলছে’। সে সব সমালোচনা তো আর কাউকে হজম করতে হয় না, আমাকেই করতে হয়। এ সব কথা শুনতে আমার খুব খারাপ লাগে। আমি তো মাঝে মাঝে কেঁদেও ফেলি।’’

সাইনা এও জানাচ্ছেন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তাঁর বিশ্রামের প্রয়োজনও বাড়ছে। ‘‘বুঝতে হবে, আমি আর কুড়ি বছরের নই,’’ বলেছেন তিনি, ‘‘আমি চাই দীর্ঘ দিন ধরে খেলা চালিয়ে যেতে। তার জন্য নিজেকে ফিট রাখতে হবে। আর সে জন্য আমার সময় চাই। বাইরে থেকে এত সব কারও পক্ষে বোঝা সম্ভব নয়।’’

এশিয়ান ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ (এবিসি) থেকে সাইনার সরে দাঁড়াতে চাওয়া নিয়ে ইতিমধ্যেই বিতর্ক দেখা দিয়েছে। এবিসি-তে খেলেই উবের কাপ ফাইনালে খেলার যোগ্যতা পাওয়া যায়। যা এ বার হবে ব্যাঙ্ককে, মে মাসে। ভারতীয় ব্যাডমিন্টন সংস্থা চায় সাইনা যেন এই টুর্নামেন্ট খেলে। কিন্তু সাইনা বলে দিচ্ছেন, ‘‘আপনাদের বুঝতে হবে, আমার সময় দরকার।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Saina Nehwal সাইনা নেহওয়াল
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE