মাঠে তাঁর আগুনে বোলিং দেখেছে ক্রিকেট বিশ্ব। কিন্তু ব্যক্তিগত জীবনে যে কতটা অন্ধকার সময়ের মধ্যে দিয়ে মহম্মদ শামিকে যেতে হয়েছে, সে কথা সম্ভবত জানা ছিল না কারও। শনিবার সতীর্থ রোহিত শর্মার সঙ্গে ইনস্টাগ্রাম লাইভে নিজের জীবনের সেই অন্ধকার সময়ের কথা তুলে ধরলেন মহম্মদ শামি। শুধু তাই নয়, চাঞ্চল্যকর ভাবে শামি জানিয়ে দিলেন, তিন বার আত্মহত্যা করার কথাও ভেবেছিলেন তিনি।
কেন এ রকম ভয়ঙ্কর এক পরিণতির কথা মাথায় এসেছিল তাঁর? শামি বলেছেন, ‘‘২০১৫ বিশ্বকাপে আমি চোট পেয়েছিলাম। তার পরে ১৮ মাস লাগে পুরোপুরি সুস্থ হতে। ওই সময়টা আমার জীবনের সব চেয়ে যন্ত্রণার। প্রচণ্ড চাপের মধ্যে ছিলাম। এর পরে যখন খেলা শুরু করি, ব্যক্তিগত সমস্যায় জড়িয়ে পড়ি। ওই সময় যদি পরিবারকে পাশে না পেতাম, তা হলে ফিরে আসতে পারতাম না। আমি তো তিন বার আত্মহত্যা করার কথাও ভেবেছিলাম।’’
একটা সময় চোটে জর্জরিত ছিলেন শামি। ২০১৮ সালের মাঝপথে অস্ট্রেলিয়া সিরিজে ফিরে আসার পরে নিজেকে ফিরে পান। নিজেকে প্রতিষ্ঠিত করেন বিশ্বের অন্যতম সেরা পেসার হিসেবে। কিন্তু এরই মাঝে আবার জড়িয়ে পড়েন ব্যক্তিগত সমস্যায়। বছর দুয়েক আগে স্ত্রী হাসিন জাহানের সঙ্গে বিবাধ শুরু হয় এই ভারতীয় পেসারের। থানা-পুলিশ থেকে আদালতে গিয়েছে যে মামলা।