Advertisement
২৬ এপ্রিল ২০২৪
চাঞ্চল্যকর মন্তব্য

আত্মহত্যা করার কথা ভেবেছিলেন, ফাঁস করলেন শামি

কেন এ রকম ভয়ঙ্কর এক পরিণতির কথা মাথায় এসেছিল তাঁর?

লড়াই: মানসিক ধাক্কা সামলাতে হয়েছিল শামিকে। ফাইল চিত্র

লড়াই: মানসিক ধাক্কা সামলাতে হয়েছিল শামিকে। ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৩ মে ২০২০ ০৫:৩৮
Share: Save:

মাঠে তাঁর আগুনে বোলিং দেখেছে ক্রিকেট বিশ্ব। কিন্তু ব্যক্তিগত জীবনে যে কতটা অন্ধকার সময়ের মধ্যে দিয়ে মহম্মদ শামিকে যেতে হয়েছে, সে কথা সম্ভবত জানা ছিল না কারও। শনিবার সতীর্থ রোহিত শর্মার সঙ্গে ইনস্টাগ্রাম লাইভে নিজের জীবনের সেই অন্ধকার সময়ের কথা তুলে ধরলেন মহম্মদ শামি। শুধু তাই নয়, চাঞ্চল্যকর ভাবে শামি জানিয়ে দিলেন, তিন বার আত্মহত্যা করার কথাও ভেবেছিলেন তিনি।

কেন এ রকম ভয়ঙ্কর এক পরিণতির কথা মাথায় এসেছিল তাঁর? শামি বলেছেন, ‘‘২০১৫ বিশ্বকাপে আমি চোট পেয়েছিলাম। তার পরে ১৮ মাস লাগে পুরোপুরি সুস্থ হতে। ওই সময়টা আমার জীবনের সব চেয়ে যন্ত্রণার। প্রচণ্ড চাপের মধ্যে ছিলাম। এর পরে যখন খেলা শুরু করি, ব্যক্তিগত সমস্যায় জড়িয়ে পড়ি। ওই সময় যদি পরিবারকে পাশে না পেতাম, তা হলে ফিরে আসতে পারতাম না। আমি তো তিন বার আত্মহত্যা করার কথাও ভেবেছিলাম।’’

একটা সময় চোটে জর্জরিত ছিলেন শামি। ২০১৮ সালের মাঝপথে অস্ট্রেলিয়া সিরিজে ফিরে আসার পরে নিজেকে ফিরে পান। নিজেকে প্রতিষ্ঠিত করেন বিশ্বের অন্যতম সেরা পেসার হিসেবে। কিন্তু এরই মাঝে আবার জড়িয়ে পড়েন ব্যক্তিগত সমস্যায়। বছর দুয়েক আগে স্ত্রী হাসিন জাহানের সঙ্গে বিবাধ শুরু হয় এই ভারতীয় পেসারের। থানা-পুলিশ থেকে আদালতে গিয়েছে যে মামলা।

আরও পড়ুন: স্মিথের চেয়ে কোহালিকে এগিয়ে রাখছেন চ্যাপেল

অন্ধকার অতীতের দিকে ফিরে তাকিয়ে শামি এ দিন রোহিতকে বলেছেন, ‘‘ওই সময়ে আমার সঙ্গে ২৪ ঘণ্টা কেউ না কেউ থাকত। একটা মুহূর্ত আমাকে একা ছেড়ে দেওয়া হত না। আমি মানসিক ভাবে ভাল জায়গায় ছিলাম না। কিন্তু আমার পরিবারকে পাশে পেয়েছিলাম।’’

উত্তরপ্রদেশের আমরোহার ছেলে শামি বাংলায় এসে নিজেকে প্রতিষ্ঠিত করেন। সুযোগ পান জাতীয় দলে। কিন্তু স্ত্রীর সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়ার পরে এখন আর কলকাতায় নয়, উত্তরপ্রদেশে দেশের বাড়িতেই রয়েছেন তিনি। নিজের পরিবারকে ধন্যবাদ দিয়ে শামি বলেছেন, ‘‘আপনার পরিবার যদি পাশে থাকে, তা হলে যে কোনও পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারবেন। ওই সময় যদি আমার পরিবার সঙ্গে না থাকত, তা হলে হয়তো খারাপ কোনও কিছু করে বসতাম। পাশে থাকার জন্য পরিবারকে ধন্যবাদ জানাতে চাই।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Mohammed Shami suicide
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE