Advertisement
E-Paper

শশাঙ্কের রাজত্বে বদলে গেল এলবিডব্লুর নিয়ম

এলবিডব্লু আউট মানেই এক গুচ্ছ বিতর্ক। এই আউট দিলেও মুশকিল না দিলেও সমস্যা। আউট হলে ব্যাটসম্যান মাথা ঝাঁকাতে ঝাঁকাতে মাঠ ছাড়বেন। না দিলে আম্পায়ারকে ঘিরে ধরে প্রতিবাদ জানাবে বোলিং সাইড।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৩ জুলাই ২০১৬ ১৭:৪৫

এলবিডব্লু আউট মানেই এক গুচ্ছ বিতর্ক। এই আউট দিলেও মুশকিল না দিলেও সমস্যা। আউট হলে ব্যাটসম্যান মাথা ঝাঁকাতে ঝাঁকাতে মাঠ ছাড়বেন। না দিলে আম্পায়ারকে ঘিরে ধরে প্রতিবাদ জানাবে বোলিং সাইড। এমন অবস্থায় এই আউটের নিয়মে বেশ কিছু পরিবর্তনের কথা অনেক আগে থেকেই উঠতে শুরু করেছিল। শনিবার সেই নতুন নিয়মকেই স্বীকৃতি দিল আইসিসি। আইসিসি-র তরফে বলা হয়েছে, ‘‘কোন কোন জোনে বল লাগলে আউট হবে বা হবে না সেটা নির্ধারিত করা হয়েছে। বল যদি স্টাম্পের ভিতরে অর্ধেক থাকে তাহলে নট-আউট। এটা আগে ছিল। এবার সেটা ঠিক উল্টে দেওয়া হয়েছে। যাতে এলবিডব্লু আউটের সংখ্যা বাড়বে। পরিবর্তিত জোন হিসেবে করা হয়েছে লেগ স্টাম্প ও অফ স্টাম্পের বাইরের বল ও বেলের নিচে। আগে ছিল লেগ স্টাম্প ও অফ স্টাম্পের মাঝখানে ও বেলের নিচে লাগলে আউট।’’

১ অক্টোবর থেকে এই নিয়ম কার্যকরী করা হবে। এই নিয়মে বোলাররা অনেক বেশি সাহায্য পাবে। নো বলের ক্ষেত্রেও তৃতীয় আম্পায়ার ভূমিকা নিতে পারবেন। আইসিসি-র তরফে জানানো হয়েছে, ‘‘আসন্ন একদিনের সিরিজ থেকেই শুরু হয়ে যাবে এই নিয়ম। বল হওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই তৃতীয় আম্পায়ার রিপ্লে দেখে মাঠে থাকা আম্পায়ারকে তাঁর সিদ্ধান্ত জানিয়ে দেবেন।’’ ২০১৪র নিয়মে আরও কিছু পরিবর্তন আনতে চাইছে আইসিসি। এ ছাড়া ২০২২-এর কমনওয়েলথ গেমসে মহিলা ক্রিকেটকে যুক্ত করার ব্যাপারেও অনেকটাই এগিয়ে গিয়েছে আইসিসি। কমনওয়েলথ গেমস ফেডারেশনের কাছে এই মর্মে আবেদনও যানাচ্ছে আইসিসি।

এই মিটিংয়েই সৌদি আরবকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সদস্য হিসেবে স্বীকৃতি দেওয়া হল। ৩৯তম অ্যাসোসিয়েট মেম্বার হল এই দেশ। আইসিসি চেয়ারম্যান শশাঙ্ক মনোহর সৌদি আরবকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘‘আইসিসির সদস্য পদ পাওয়ার জন্য সৌদি আরবকে অনেক শুভেচ্ছা। আশা করব যেভাবে ওরা ক্রিকেট বিশ্বে জায়গা করে নিয়েছে দেশের ক্রিকেটের উন্নতি করে সেটা ধরে রাখবে।’’ এর মধ্যেই ইউএসএ ও নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশনকে নির্বাসিত করার ক্ষেত্রেও আইসিসির ৫৩জন সদস্য একমত ছিলেন। দুই দেশ যথাক্রমে নির্বাসিত হয়েছিল জুন ২০১৫ ও এপ্রিল ২০১৬তে। যদিও শশাঙ্ক মনোহর জানিয়েছেন, আইসিসি প্রতিনিধি দল দুই দেশের ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে কথা বলে অক্টোবরের মিটিংয়ে জানাবে। মিটিং শেষে বিদায়ী সভাপতি জাহির আব্বাসকে ধন্যবাদ জানান শশাঙ্ক মনোহর। বলেন, ‘‘আমি জাহির আব্বাসকে ধন্যবাদ জানাতে চাই ওর আইসিসিতে অবদানের জন্য।’’

আরও খবর

কুম্বলের নেতৃত্বাধীন আইসিসির কমিটি থেকে ইস্তফা রবি শাস্ত্রীর

ICC Meeting Shasank Manohar LBW Rules
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy