ম্যানচেস্টার বিস্ফোরণের পর আরও একবার প্রশ্নের মুখে ইংল্যান্ডের নিরাপত্তা। আগামী জুলাইয়ে ইংল্যান্ডের মাটিতে বসতে চলছে বিশ্ব ক্রিকেটের দুই বড় টুর্নামেন্টের আসর। চ্যাম্পিয়ন্স ট্রফি ও ২০১৭ মহিলা ক্রিকেট বিশ্বকাপকে কেন্দ্র করে ইতিমধ্যেই সেজে উঠেছে গোটা ব্রিটেন। এরই মাঝে এই বিস্ফোরণ চিন্তায় ফেলে দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসিকে।
আরও খবর: ম্যানচেস্টার বিস্ফোরণে শোকাহত ফুটবল বিশ্ব, সাংবাদিক সম্মেলন বাতিল ইউনাইটেডের
ম্যানচেস্টার বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের প্রতি এ দিন সমবেদনা জানানো হয় আইসিসির পক্ষ থেকে। পাশাপাশি আসন্ন আইসিসি টুর্নামেন্টের নিরাপত্তা নিয়ে চিন্তিত বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা।