কথায় বলে না, ওস্তাদের মার শেষ রাতে! টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচে সেটাই যেন করে দেখালেন হরমনপ্রীত কউর।
দলকে বেকায়দায় পড়তে দেখে হাল সামলালেন। সেই সঙ্গে টি-টোয়েন্টিতে নিজের প্রথম সেঞ্চুরিও সেরে ফেললেন। শুক্রবার গায়ানায় তাঁর সেঞ্চুরি এল মাত্র ৫১ বলে। ৭টা চার আর ৮টা বিশাল ছয় দিয়ে সাজানো ছিল হরমনপ্রীতের ঝোড়ো ইনিংস। সেই সঙ্গে রেকর্ড বইতে মহিলাদের টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম ভারতীয় হিসাবে সেঞ্চুরির নজির গড়ে ফেললেন।
হরমনপ্রীতকে যোগ্য সঙ্গত করেন মিডল অর্ডারে ভারতের নয়া তারকা জেমাইমা রদ্রিগেজ। ৪৫ বলে তাঁর ব্যাটে থেকে এসেছে ৫৯ রান। কোনও ছয় না মারলেও ৫৯ রান করার পথে মেরেছেন ৭টা চার। চতুর্থ উইকেটে এই দু’জনের ১৩৪ রানের পার্টনারশিপের জেরে ভারতের স্কোর ৫ উইকেটে ১৯৪ রানে পৌঁছয়।
আরও পড়ুন: বিশ্বকাপ অভিযানে আজ নামছেন হরমনপ্রীতরা
আরও পড়ুন: রবিবার নিয়মরক্ষার টি-টোয়েন্টিতে বিশ্রামে বুমরা, কুলদীপ, উমেশ, দলে সিদ্ধার্থ কৌল
এ দিন টসে জিতে প্রথমে ব্যাটের সিদ্ধান্ত নেন ক্যাপ্টেন হরমনপ্রীত। কিন্তু, ভারতের ওপেনাররা শুরুটা ভাল করেননি। তানিয়া ভাটিয়া (৯ রান) এবং স্মৃতি মন্ধানা (২) পাওয়ারপ্লে-র মধ্যেই চটজলদি ফিরে যান। সে সময় ৩.৫ ওভারে ভারতের স্কোর ছিল ২ উইকেটে ২২ রান। অভিষেক ম্যাচে শুরুটা দুর্দান্ত করলেও মাত্র ১৫ রান করে প্যাভিলিয়নে ফেরেন তিন নম্বরে খেলতে আসা ডি হেমলতা। সেখান থেকেই খেলাটা ধরে নেন হরমনপ্রীত এবং জেমাইমা।
৯.৭ রানরেটে ইনিংস শেষ করেন ভারতের মেয়েরা। জয়ের জন্য নিউজিল্যান্ডের টার্গেট ১৯৫ রান।
(আইসিসি বিশ্বকাপ হোক বা আইপিএল টেস্ট ক্রিকেট, ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি। ক্রিকেট খেলার সব আপডেট আমাদের খেলা বিভাগে।)