ভারতের বিরুদ্ধে ম্যাচের ২৪ ঘণ্টা আগে চোটে বিপর্যস্ত দক্ষিণ আফ্রিকা শিবির। বিশ্বকাপ থেকেই ছিটকে গিয়েছেন ডেল স্টেন। ভারতের বিরুদ্ধে ম্যাচে নেই লুনগি এনগিডিও। এই অবস্থায় বাধ্য হয়ে নতুন পরিকল্পনার দ্বারস্থ হতে হচ্ছে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফ্যাফ ডুপ্লেসিকে।
মঙ্গলবার সাংবাদিক বৈঠকে এসে ডুপ্লেসি বলে যান, ‘‘আমাদের প্ল্যান ‘এ’ পুরোপুরি ভেস্তে গিয়েছে। এ বার প্ল্যান ‘বি’র সাহায্য নিতে হবে।’’ দক্ষিণ আফ্রিকার প্ল্যান ‘এ’ ছিল, তাদের সেরা ফাস্ট বোলারদের এক সঙ্গে মাঠে নামানো। যেটা সম্ভব হচ্ছে না চোটের জন্য।
প্ল্যান ‘বি’ তা হলে কী হতে চলেছে? ডুপ্লেসির কথায় পরিষ্কার, তাঁদের রসদ খুঁজতে হবে অলরাউন্ডার এবং স্পিনারদের মধ্যে থেকে। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক বলেছেন, ‘‘আমাদের প্রথমে পরিকল্পনা ছিল কেউ চোট পেয়ে গেলে রিজার্ভ বেঞ্চ থেকে অ্যানরিখ নর্টিয়া-কে খেলানো। ও ঘণ্টায় ১৪৫ কিলোমিটারের উপরের গতিতে বল করতে পারত। এ বার আমাদের অলরাউন্ডারদের দিকে তাকাতে হবে। ভাবতে হবে, দু’জন অলরাউন্ডার খেলাব, নাকি দু’জন স্পিনারকে সুযোগ দেব।’’