Advertisement
২৬ এপ্রিল ২০২৪
ICC World Cup 2019

বিশ্বকাপের প্রাইজমানি হিসেবে ভারতীয় দল কত টাকা পেল?

অন্যান্য বারের থেকে এ বারের বিশ্বকাপের প্রাইজ মানি অনেক বেশি। বিরাট কোহালির ভারত প্রাইজ মানি হিসেবে কত পেল? দেখে নেওয়া যাক, কোন দল কত টাকা পেল?

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৫ জুলাই ২০১৯ ১৬:৩৪
Share: Save:
০১ ০৯
অন্যান্য বারের থেকে এ বারের বিশ্বকাপের প্রাইজ মানি অনেক বেশি। লিগ পর্বে একটি ম্যাচ না জেতা আফগানিস্তানও ভাল প্রাইজ মানি পেয়েছে। বিশ্বকাপ সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হার মেনেছে ভারত। বিরাট কোহালির ভারত প্রাইজ মানি হিসেবে কত পেল? দেখে নেওয়া যাক, কোন দল কত টাকা পেল?

অন্যান্য বারের থেকে এ বারের বিশ্বকাপের প্রাইজ মানি অনেক বেশি। লিগ পর্বে একটি ম্যাচ না জেতা আফগানিস্তানও ভাল প্রাইজ মানি পেয়েছে। বিশ্বকাপ সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হার মেনেছে ভারত। বিরাট কোহালির ভারত প্রাইজ মানি হিসেবে কত পেল? দেখে নেওয়া যাক, কোন দল কত টাকা পেল?

০২ ০৯
প্রথমেই দেখে নেওয়া যাক বিশ্বকাপজয়ী ইংল্যান্ড কত টাকা পেল। চ্যাম্পিয়ন দল হিসেবে তাঁরা পেলেন ৪০ লক্ষ ডলার (ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ২৭ কোটি ৪১ লক্ষ ৮৯ হাজার)। ২০১৫ সালের বিশ্বকাপের তুলনায় যার পরিমাণ অনেকটাই বেশি।

প্রথমেই দেখে নেওয়া যাক বিশ্বকাপজয়ী ইংল্যান্ড কত টাকা পেল। চ্যাম্পিয়ন দল হিসেবে তাঁরা পেলেন ৪০ লক্ষ ডলার (ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ২৭ কোটি ৪১ লক্ষ ৮৯ হাজার)। ২০১৫ সালের বিশ্বকাপের তুলনায় যার পরিমাণ অনেকটাই বেশি।

০৩ ০৯
রানার আপ নিউজিল্যান্ড দল পেল ২০ লক্ষ ডলার (ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৩ কোটি ৭০ লক্ষ ৯৪ হাজার ৬০০ টাকা)। গত বারের তুলনায় ২৫ হাজার ডলার বেশি।

রানার আপ নিউজিল্যান্ড দল পেল ২০ লক্ষ ডলার (ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৩ কোটি ৭০ লক্ষ ৯৪ হাজার ৬০০ টাকা)। গত বারের তুলনায় ২৫ হাজার ডলার বেশি।

০৪ ০৯
সেমিফাইনালে যে দল পরাজিত হয়ে বিদায় নিয়েছে অর্থাৎ ভারত এবং অস্ট্রেলিয়া দুই দলই পেয়েছে ৮ লক্ষ ডলার (ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৫ কোটি ৪৮ লক্ষ ৩৬ হাজার টাকা)। আগের বিশ্বকাপের থেকে প্রায় ২ লক্ষ ডলার বেশি।

সেমিফাইনালে যে দল পরাজিত হয়ে বিদায় নিয়েছে অর্থাৎ ভারত এবং অস্ট্রেলিয়া দুই দলই পেয়েছে ৮ লক্ষ ডলার (ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৫ কোটি ৪৮ লক্ষ ৩৬ হাজার টাকা)। আগের বিশ্বকাপের থেকে প্রায় ২ লক্ষ ডলার বেশি।

০৫ ০৯
গ্রুপ স্টেজের একটি ম্যাচ জিতলে দলগুলি পাবে প্রায় ৪০ হাজার ডলার (ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ২৭ লক্ষ ৪১ হাজার ৯২০ টাকা)। গতবারের তুলনায় যা ৫,০০০ ডলার কম।

গ্রুপ স্টেজের একটি ম্যাচ জিতলে দলগুলি পাবে প্রায় ৪০ হাজার ডলার (ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ২৭ লক্ষ ৪১ হাজার ৯২০ টাকা)। গতবারের তুলনায় যা ৫,০০০ ডলার কম।

০৬ ০৯
যে ৬টি দল গ্রুপ স্টেজ থেকে ছিটকে গিয়েছে তাঁরা পেল ১ লক্ষ ডলার (ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৬৮ লক্ষ ৫৭ হাজার ১৫০ টাকা)। আফগানিস্তান বাদে অন্যান্য ৫টি দল এছাড়াও প্রতিটি ম্যাচ জেতার জন্য পেল (২৭ লক্ষ ৪১ হাজার ৯২০ টাকা)।

যে ৬টি দল গ্রুপ স্টেজ থেকে ছিটকে গিয়েছে তাঁরা পেল ১ লক্ষ ডলার (ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৬৮ লক্ষ ৫৭ হাজার ১৫০ টাকা)। আফগানিস্তান বাদে অন্যান্য ৫টি দল এছাড়াও প্রতিটি ম্যাচ জেতার জন্য পেল (২৭ লক্ষ ৪১ হাজার ৯২০ টাকা)।

০৭ ০৯
ভারতীয় দল এই বিশ্বকাপে গ্রুপ স্টেজে ৭টি ম্যাচ জয় এবং সেমিফাইনাল খেলার জন্য মোট প্রাইজমানি হিসেবে পেল ভারতীয় মুদ্রায় ৭ কোটি ৪০ লক্ষ ২৯ হাজার ৪৪০ টাকা। গত বারের বিশ্বকাপের তুলনায় যা প্রায় ১ কোটি ৫০ লক্ষ টাকা বেশি।

ভারতীয় দল এই বিশ্বকাপে গ্রুপ স্টেজে ৭টি ম্যাচ জয় এবং সেমিফাইনাল খেলার জন্য মোট প্রাইজমানি হিসেবে পেল ভারতীয় মুদ্রায় ৭ কোটি ৪০ লক্ষ ২৯ হাজার ৪৪০ টাকা। গত বারের বিশ্বকাপের তুলনায় যা প্রায় ১ কোটি ৫০ লক্ষ টাকা বেশি।

০৮ ০৯
২০১১ সালে বিশ্বকাপ জিতে ভারত প্রায় ১৭ কোটি ২২ লক্ষ ৫০ হাজার টাকা পেয়েছিল। ২০১৫ সালে ভারত পেয়েছিল প্রায় ৫ কোটি ৭৪ লক্ষ ২০ হাজার টাকা।

২০১১ সালে বিশ্বকাপ জিতে ভারত প্রায় ১৭ কোটি ২২ লক্ষ ৫০ হাজার টাকা পেয়েছিল। ২০১৫ সালে ভারত পেয়েছিল প্রায় ৫ কোটি ৭৪ লক্ষ ২০ হাজার টাকা।

০৯ ০৯
আফগানিস্তান দল একটি ম্যাচ না জিতলেও প্রায় ৬৮ লক্ষ ৫৭ হাজার ১৫০ টাকা নিয়ে ফিরেছে। শুধুমাত্র গ্রুপ স্টেজে অংশগ্রহণ করেই তাঁরা এই পরিমান প্রাইজমানি পেয়েছে।

আফগানিস্তান দল একটি ম্যাচ না জিতলেও প্রায় ৬৮ লক্ষ ৫৭ হাজার ১৫০ টাকা নিয়ে ফিরেছে। শুধুমাত্র গ্রুপ স্টেজে অংশগ্রহণ করেই তাঁরা এই পরিমান প্রাইজমানি পেয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE