বিশ্বকাপ সেমিফাইনালে খেলার আশা জিইয়ে রাখতে আজ, শুক্রবার শ্রীলঙ্কাকে জিততেই হবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। শেষ ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে জয় আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে দিমুথ করুণারত্নের দলের।
টুর্নামেন্টে দু’টি ম্যাচ মাত্র জিতেছে শ্রীলঙ্কা। ছ’পয়েন্ট পেয়ে তারা রয়েছে লিগ টেবলের সাত নম্বরে। শেষ চারে খেলা নিশ্চিত করতে শ্রীলঙ্কাকে এখন তাদের বাকি তিনটি ম্যাচে জিততে হবে। পাশাপাশি দক্ষিণ আফ্রিকা ইতিমধ্যেই টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে। তাদের কাছে এই ম্যাচটা নিছক সম্মানরক্ষার।
ছিয়ানব্বই বিশ্বকাপের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে সম্ভাব্য সেমিফাইনালিস্ট বলে মন্তব্য করেছেন প্রাক্তন অস্ট্রেলীয় অধিনায়ক স্টিভ ওয়। এখন দেখার সত্যি শেষ পর্যন্ত অবিশ্বাস্য কিছু হয় কি না। করুণারত্নের কথায়, ‘‘আমাদের টুর্নামেন্ট এখনও শেয হয়ে যায়নি। এখন আমাদের একটাই লক্ষ্য। মাথা উঁচু রেখে খেলে যাওয়া।’’