Advertisement
০১ মে ২০২৪
East Bengal vs Mohunbagan

সোমবার কল্যাণী স্টেডিয়াম পরিদর্শনে যাবেন আইএফএ সচিব

কল্যাণীতে ডার্বি। তা নিয়ে যতটা না সাজ সাজ রব তার থেকে রয়েছে অনেকবেশি উৎকণ্ঠা। জেলার মাঠে অস্থায়ী গ্যালারি বানিয়ে সেখানে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করে ডার্বি পরিচালনার ঝক্কি কতটা সেটা আয়োজকরা খুব ভাল মতই জানেন।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০১৬ ২১:১৩
Share: Save:

কল্যাণীতে ডার্বি। তা নিয়ে যতটা না সাজ সাজ রব তার থেকে রয়েছে অনেকবেশি উৎকণ্ঠা। জেলার মাঠে অস্থায়ী গ্যালারি বানিয়ে সেখানে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করে ডার্বি পরিচালনার ঝক্কি কতটা সেটা আয়োজকরা খুব ভাল মতই জানেন। এমন অবস্থায় এই মরশুমের প্রথম ডার্বির বাকি আর মাত্র দু’দিন।

তার আগে কলকাতা লিগ নিয়ে একপ্রস্থ জলঘোলা হয়ে গিয়েছে। এক প্রস্থ বললে ভুল হবে। প্রায় দু’প্রস্থ দোদুল্যমানতার সম্মুখিন হতে হয়েছে কলকাতা লিগকে। প্রথমে মোহনবাগান বেঁকে বসেছিল ডার্বি খেলবে না বলে। তার পর কোনওভাবে রাজি হলেও মোহনবাগান-টালিগঞ্জের পরিত্যক্ত ম্যাচ ঘিরে এখনও চলছে সমস্যা। তার মধ্যে ১৪ সেপ্টেম্বরের পর সেই ম্যাচের রিপ্লে ঘোষণা করে দিয়েছে আইএফএ। এমন অবস্থায় মোহনবাগান সিকোয়েন্স মেনে ম্যাচের দাবি জানিয়ে বসে রয়েছে। কিন্তু তেমনটা হওয়ার আর সুযোগ নেই। আইএফএ নির্দিষ্ট দিনে ডার্বি করতে মরিয়া।

সোমবার কল্যাণী স্টেডিয়াম পরিদর্শনে যাচ্ছেন আইএফএ সচিব উৎপল গঙ্গোপাধ্যায় ও পিডব্লুডি-র সদস্যরা। এমনিতে ৮ হাজারের গ্যালারি রয়েছে কল্যাণীতে। আরও ৮-৯ হাজারের অস্থায়ী গ্যালারি তৈরি করা হচ্ছে। যদিও যা খবর অস্থায়ী গ্যালারি আট হাজার বা ন’হাজার যাই হোক না কেন সেই গ্যালারিতে দর্শক ঢোকার অনুমতি দেওয়া হবে পাঁচ হাজারের। যাতে বড় কোনও সমস্যার মুখে না পড়তে হয়।

কল্যাণী পুরসভার পক্ষ থেকে নিরাপত্তা নিয়ে আস্বস্ত করা হয়েছে। আইএফএ-র পক্ষ থেকে ডার্বি নিয়ে নিশ্চয়তা দেওয়া হয়েছে। জানিয়ে দেওয়া হয়েছে ৭ সেপ্টেম্বরই হচ্ছে এই মরসুমের মোহনবাগান-ইস্টবেঙ্গল ম্যাচ। যদি না শেষ মুহূর্তে আবার বেঁকে বসে মোহনবাগান। আশা করা যায় সোমবারের মধ্যেই কেটে যাবে সব সমস্যা।

আরও খবর

একটা জয় দিয়ে কিছু হবে না: কনস্টানটাইন

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

East Bengal Mohunbagan Kolkata League 2016
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE