Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Indian Football Team

Indian Football Team: ভারতীয় দলে জায়গা হল না প্রণয়ের, সাফ কাপের জন্য দলে কাদের রাখলেন স্তিমাচ

এএফসি এশিয়ান কাপে যোগ্যতা অর্জন পর্বের তৃতীয় রাউন্ডের ম্যাচের আগে এটাই শেষ প্রতিযোগিতা।

ভারতীয় দল ঘোষণা করলেন স্তিমাচ

ভারতীয় দল ঘোষণা করলেন স্তিমাচ ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২১ ১৭:৩২
Share: Save:

সাফ কাপের জন্য দল ঘোষণা করলেন ইগর স্তিমাচ। মঙ্গলবার বেঙ্গালুরু থেকে মলদ্বীপের উদ্দেশে উড়ে যাবেন সুনীল ছেত্রী-মনবীর সিংহরা। তার আগে সোমবার বেঙ্গালুরুতে মিলিত হবেন ফুটবলাররা। স্তিমাচ-সহ সহকারী কোচেরা মঙ্গলবার সরাসরি মলদ্বীপে যাবেন। ২৩ জনের দল থেকে বাদ পড়েছেন প্রণয় হালদার। সাফ কাপের প্রস্তুতি শিবিরে প্রণয় থাকলেও শেষ পর্যন্ত বাদ পড়তে হল তাঁকে।

এএফসি এশিয়ান কাপে যোগ্যতা অর্জন পর্বের তৃতীয় রাউন্ডের ম্যাচের আগে এটাই শেষ প্রতিযোগিতা। তাই সাফ কাপকে আলাদা গুরুত্ব দিচ্ছেন স্তিমাচ। দল নির্বাচন করে ভারতীয় দলের কোচ বলেন, ‘‘চার পাঁচটা ম্যাচ খুব গুরুত্বপূর্ণ আমাদের কাছে। এরপর এএফসি এশিয়ান কাপে যোগ্যতা অর্জন পর্বের তৃতীয় রাউন্ডের ম্যাচ রয়েছে। তবে তার আগে খেলার আর সুযোগ থাকছে না। তাই এই ম্যাচগুলোতে আমাদের ভাল খেলে ভুলগুলো শুধরে নিতে হবে।’’

ভারত ছাড়াও বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, মলদ্বীপ এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে। সুনীলদের প্রথম ম্যাচ ৪ অক্টোবর। বাংলাদেশের বিরুদ্ধে।

সাফ কাপের জন্য ২৩ জনের ভারতীয় দল:

গোলরক্ষক: গুরপ্রীত সিংহ সান্ধু, অমরেন্দ্র সিংহ, বিশাল কাইথ

ডিফেন্ডার: প্রীতম কোটাল, সেরিটন ফার্নান্দেজ, চিংলেনসানা সিংহ, রাহুল ভেকে, শুভাশিস বসু, মন্দার রাও দেশাই
মিডফিল্ডার: উদান্ত সিংহ, ব্রেন্ডন ফার্নান্দেজ, লালেংমাউইয়া, অনিরুদ্ধ থাপা, সাহাল আব্দুল সামাদ, জ্যাকসন সিংহ, গ্লেন মার্টিন্স, সুরেশ সিংহ, লিস্টন কোলাসো, ইয়াসির মহম্মদ

ফরওয়ার্ড: মনবীর সিংহ, রহিম আলি, সুনীল ছেত্রী, ফারুখ চৌধুরী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Indian Football Team Igor Stimac Sunil Chhetri
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE