Advertisement
০৩ মে ২০২৪

যুবভারতীতে পুরো ফিট দল চান স্তিমাচ

বাংলাদেশের বিরুদ্ধে ভারতের লড়াই ১৫ অক্টোবর যুবভারতী ক্রীড়াঙ্গনে হবে।

নজরে: ভারতের নতুন কোচ ইগর স্তিমাচ। টুইটার

নজরে: ভারতের নতুন কোচ ইগর স্তিমাচ। টুইটার

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০১৯ ০৪:৫১
Share: Save:

বাংলাদেশের বিরুদ্ধে আগামী মাসে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচের আগে দলের সব ফুটবলারকে ফিট চান ভারতের কোচ ইগর স্তিমাচ। যোগ্যতা অর্জন পর্বে ১০ সেপ্টেম্বর শক্তিশালী কাতারের বিরুদ্ধে দুরন্ত লড়াই করে গোলশূন্য ড্র করেছিল ভারতীয় দল।

বাংলাদেশের বিরুদ্ধে ভারতের লড়াই ১৫ অক্টোবর যুবভারতী ক্রীড়াঙ্গনে হবে। স্তিমাচ এই ম্যাচ নিয়ে বলেছেন, ‘‘এখনও কয়েক জনের সামান্য চোটের সমস্যা রয়েছে। কাতার ম্যাচের তুলনায় এই লড়াইটা একেবারে আলাদা রকম হবে। দলের সব ফুটবলারকে ফিট চাই। প্রস্তুত চাই।’’

ক্রোয়েশীয় কোচ প্রস্তুতি শিবিরে সম্ভাব্য ২৯ জনের নাম ঘোষণা করেছেন। ৩ অক্টোবর থেকে এই প্রস্তুতি শিবির হবে গুয়াহাটিতে। চলতি সপ্তাহের শেষে এই তালিকা ছেঁটে ২৫ জনের করা হবে। মিডফিল্ডার অমরজিৎ সিংহ কিয়াম কনুইয়ের চোট সারিয়ে উঠছেন। তাই তিনি দলে নেই। ওমান এবং কাতারের বিরুদ্ধে ম্যাচেও তিনি ছিলেন না। ‘‘আশা করি কলকাতায় যুবভারতী ক্রীড়াঙ্গনে আমাদের সমর্থন করার জন্য গ্যালারি ভরিয়ে ফেলবেন সমর্থকেরা এবং যোগ্যতা অর্জন পর্বে আমাদের প্রথম জয় পেতে সাহায্য করবেন,’’

সম্ভাব্য দল— গোলকিপার: গুরপ্রীত সিংহ সান্ধু, অমরিন্দর সিংহ, কমলজিৎ সিংহ।

ডিফেন্ডার: প্রীতম কোটাল, নিশু কুমার, রাহুল ভেকে, সন্দেশ ঝিঙ্গান, আদিল খান, নরেন্দর, সার্থক গোলুই, আনাস এডাথোডিকা, আনোয়ার আলি (জুনিয়র), মন্দার রাও দেশাই, শুভাশিস বসু, জেরি লালরিনজুয়ালা।

মিডফিল্ডার: উদান্ত সিংহ, নিখিল পূজারি, বিনীত রাই, অনিরুদ্ধ থাপা, আব্দুল সাহাল, রেনিয়ের ফার্নান্দেজ, ব্রেন্ডন ফার্নান্ডেজ, হোলিচরণ নার্জারি, লালিয়ানজুয়ালা ছাংতে, আশিক কুরুনিয়ান

ফরোয়ার্ড: সুনিল ছেত্রী, বলবন্ত সিংহ, মনবীর সিংহ, ফারুক চৌধরি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE