অ্যাডিলেড টেস্টে ৩৬ রানে ইনিংস শেষ হয়ে যেতে না যেতেই বড় ধাক্কা ভারতীয় দলে। চোটের জন্য বাকি টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন মহম্মদ শামি।
এই জোরে বোলারের ডান হাতের হাড় ভেঙে গেছে। ভারতীয় দলের দ্বিতীয় ইনিংসে ২১.২ ওভারে অস্ট্রেলিয়ার পেসার প্যাট কামিন্সের বল এসে লাগে মহম্মদ শামির ডানহাতে। মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। বলও করতে পারেননি। শামিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় স্ক্যান করার জন্য। স্ক্যান রিপোর্টে দেখা গেছে, তাঁর হাড় ভেঙেছে। সিরিজের বাকি তিনটি টেস্টে তাঁর খেলার কোনও সম্ভাবনা নেই।
কামিন্সের বল লাগার পরে মাঠেই তাঁর শুশ্রূষা করতে ছুটে আসেন দলের চিকিৎসকরা। প্রথমে ব্যথা কমানোর জন্য স্প্রে করা হয়। এরপর শামি ব্যাট করার চেষ্টা করেন। কিন্তু পারেননি। চিকিৎসকরাও তাঁকে ব্যাট করার অনুমতি দেননি।