Advertisement
২৫ এপ্রিল ২০২৪
রবি শাস্ত্রী

রোহিত, শাস্ত্রী, বুমরার পেপ টক, শ্রোতা শুভমন, নটরাজন, শার্দূল

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টেস্ট খেলতে নামার আগে ভারতের মূল ভরসা তরুণ ক্রিকেটাররাই।

ভরত অরুণ, বুমরার ক্লাসে শার্দূল। ছবি টুইটার

ভরত অরুণ, বুমরার ক্লাসে শার্দূল। ছবি টুইটার

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০২১ ১৫:২৩
Share: Save:

চোটের কারণে ভারতীয় দল থেকে একের পর ক্রিকেটার ছিটকে গিয়েছেন। এ অবস্থায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টেস্ট খেলতে নামার আগে ভারতের মূল ভরসা তরুণ ক্রিকেটাররাই। তাঁদের মনোবল চাঙ্গা করতে বুধবার অনুশীলনে পেপ টক দিলেন কোচ রবি শাস্ত্রী এবং সিনিয়র ক্রিকেটার রোহিত শর্মা

গাব্বায় আগুনে পিচে এমনিতেই কাজ কঠিন ভারতের। কিন্তু তার আগে শিবির যেন মিনি হাসপাতাল। যত সময় এগিয়েছে, একের পর এক ক্রিকেটার ছিটকে গিয়েছেন। মহম্মদ শামি, উমেশ যাদব, কে এল রাহুল — নামীদামী ক্রিকেটাররা কেউই বাদ নেই। সেই তালিকায় নতুন সংযোজন যশপ্রীত বুমরা এবং হনুমা বিহারী।

বোলিং হোক বা ব্যাটিং, দুই বিভাগেই ভারতের ভরসা তরুণরা। ব্যাটিংয়ে যেমন শুভমন গিলকে অতিরিক্ত দায়িত্ব নিতে হবে, তেমনই বোলিংয়ে শার্দূল ঠাকুর, টি নটরাজনকে নিজের প্রতিভার ঝলক দেখাতে হবে। এদিন অনুশীলনে গোল হয়ে দাঁড়িয়ে প্রত্যেককে পরামর্শ দিলেন শাস্ত্রী। পরে দু’-একজনের সঙ্গে আলাদা করে কথা বললেন রোহিতও। বোলিং বিভাগকে পরামর্শ দিলেন বুমরা।

গাব্বায় মানসিকভাবে ভারতীয় দল যেন কোনওভাবেই পিছিয়ে না থাকে, সেটাই এখন একমাত্র লক্ষ্য টিম ম্যানেজমেন্টের।

আরও খবর: অ্যাশেজের আগে অজি বধে রাহানেরাই হাতিয়ার ব্রিটিশদের

আরও খবর: সৌরভদের চাপে রাহানেদের জন্য খুলল ব্রিসবেনের জিম, সুইমিং পুল

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE