Advertisement
১৯ এপ্রিল ২০২৪
রবি অশ্বিন

পিঠের যন্ত্রণায় নিজে রাতে ঘুমোতে পারেননি, দুপুরে অজিদের ঘুম কাড়লেন অশ্বিন

গত ২৪ ঘণ্টায় অশ্বিনের জীবনে যে এমন সব ঘটনা ঘটেছে, তা তাঁর স্ত্রী প্রীতি টুইট না করলে কেউ জানতেই পারতেন না।

ম্যাচের পর অশ্বিনকে আলিঙ্গন রাহানের। ছবি টুইটার

ম্যাচের পর অশ্বিনকে আলিঙ্গন রাহানের। ছবি টুইটার

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২১ ১৭:০৮
Share: Save:

পিঠ প্রায় বেঁকে গিয়েছে। সঙ্গে মারণ যন্ত্রণা। গোটা রাত দু’চোখের পাতা এক করতে পারেননি। সকালে ঘুম থেকে উঠেও প্রবল ব্যথা। জুতোর ফিতে পর্যন্ত বাঁধতে পারছিলেন না। তবুও দেশের জন্য ব্যাট হাতে বাইশ গজের যুদ্ধে নেমে পড়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন। শুধু যুদ্ধে নামা নয়, হনুমা বিহারীকে সঙ্গে নিয়ে সিডনি টেস্ট ড্র করে ইতিহাসের পাতায় নাম লেখালেন এই অভিজ্ঞ অফ-স্পিনার।

গত ২৪ ঘণ্টায় অশ্বিনের জীবনে যে এমন সব ঘটনা ঘটেছে, তা তাঁর স্ত্রী প্রীতি টুইট না করলে কেউ জানতেই পারতেন না। ম্যাচের শেষে প্রীতি টুইটারে লিখেছেন, “গতকাল রাতে অশ্বিন পিঠের যন্ত্রণায় কাবু ছিল। সকালে ঘুম ভাঙার পর সোজা হয়ে দাঁড়াতে পারছিল না। জুতোর ফিতে বাঁধতে পর্যন্ত অসুবিধা হচ্ছিল। তবুও দেশের স্বার্থে অশ্বিন লড়াই করল। সত্যি অবিশ্বাস্য!” পাল্টা অশ্বিনও টুইট করেছেন, “তোমার কথায় চোখে জল চলে এল। এই কঠিন সময়ে পাশে থাকার জন্য তোমাকে অনেক ধন্যবাদ।”

The man went to bed last night with a terrible back tweak and in unbelievable pain. He could not stand up straight when he woke up this morning. Could not bend down to tie his shoe laces. I am amazed at what @ashwinravi99 pulled off today.

বাকিদের মতো অশ্বিনের স্ত্রী-ও তাঁর দুই সন্তানকে নিয়ে টেলিভিশনের সামনে বসে পড়েন। ম্যাচের উত্তেজক মুহূর্তগুলো টুইট করে মনোভাব প্রকাশ করছিলেন প্রীতি। ব্যাটিং করার সময় অস্ট্রেলিয়ার অধিনায়ক টিম পেনের সঙ্গেও বাদানুবাদে জড়িয়ে পড়েন অশ্বিন। সেই কথোপকথন স্টাম্প মাইকে স্পষ্ট শোনা যায়।

আরও খবর: ভবিষ্যতের সম্বল দিয়ে ছেলের জন্য পিচ বানান, জামাকাপড় বিক্রি করে হনুমার স্বপ্ন পূর্ণ করেন মা

আরও খবর: ‘ওয়াল’-এর জন্মদিনে অস্ট্রেলিয়ায় ডিফেন্সের বীরগাথা বিহারী, অশ্বিনের

পেনের সঙ্গে বাদানুবাদের প্রসঙ্গে প্রীতি মজা করে টুইট করেছেন, “স্টাম্প মাইকে যে কথোপকথন ধরা পড়েছে, এর ট্রান্সক্রিপ্ট কোথা থেকে পাব?”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE