Advertisement
১৮ এপ্রিল ২০২৪
cricket

দলে একাধিক পরিবর্তন, দেখে নিন হায়দরাবাদ ওয়ান ডে-তে ভারতের সম্ভাব্য একাদশ

প্রথম টি২০-তে হাড্ডাহাড্ডি লড়াই হলেও দ্বিতীয় ম্যাচে ম্যাড ম্যাক্স ঝড়ে উড়ে গিয়েছে ভারত।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০১ মার্চ ২০১৯ ১০:১৫
Share: Save:
০১ ১২
প্রথম টি ২০-তে হাড্ডাহাড্ডি লড়াই হলেও দ্বিতীয় ম্যাচে ম্যাড ম্যাক্স ঝড়ে উড়ে গিয়েছে ভারত। টি২০ সিরিজে হারের পর এ বার পাঁচ ম্যাচের ওয়ান ডে সিরিজ। অজিদের বিরুদ্ধে যে সিরিজকে বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি সিরিজ বলা হচ্ছে। দেশে নেওয়া যাক সেই সিরিজের প্রথম ম্যাচে কেমন দল নামাতে পারে‌ ভারত।

প্রথম টি ২০-তে হাড্ডাহাড্ডি লড়াই হলেও দ্বিতীয় ম্যাচে ম্যাড ম্যাক্স ঝড়ে উড়ে গিয়েছে ভারত। টি২০ সিরিজে হারের পর এ বার পাঁচ ম্যাচের ওয়ান ডে সিরিজ। অজিদের বিরুদ্ধে যে সিরিজকে বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি সিরিজ বলা হচ্ছে। দেশে নেওয়া যাক সেই সিরিজের প্রথম ম্যাচে কেমন দল নামাতে পারে‌ ভারত।

০২ ১২
শিখর ধওয়ন: দ্রুত রান তোলার ক্ষেত্রে বাঁ হাতি ওপেনারটির বিকল্প কমই আছেন। বিশ্বকাপের আগে  পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই। যদিও ধারাবাহিকতা নিয়ে সমস্যা রয়েছে।

শিখর ধওয়ন: দ্রুত রান তোলার ক্ষেত্রে বাঁ হাতি ওপেনারটির বিকল্প কমই আছেন। বিশ্বকাপের আগে  পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই। যদিও ধারাবাহিকতা নিয়ে সমস্যা রয়েছে।

০৩ ১২
রোহিত শর্মা: ধওয়নের সঙ্গে ওপেন করার কথা হিটম্যানেরই। বিশ্বকাপের আগে নিজেকে ঝালিয়ে নেওয়ার শেষ সুযোগ রোহিতের সামনে। এ ছাড়াও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রোহিতের রেকর্ড বেশ ভাল।

রোহিত শর্মা: ধওয়নের সঙ্গে ওপেন করার কথা হিটম্যানেরই। বিশ্বকাপের আগে নিজেকে ঝালিয়ে নেওয়ার শেষ সুযোগ রোহিতের সামনে। এ ছাড়াও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রোহিতের রেকর্ড বেশ ভাল।

০৪ ১২
লোকেশ রাহুল: টি ২০-তে ভাল পারফরম্যান্সের জন্য ওয়ান ডে দলে সুযোগ পেতে পারেন। সিরিজে ভাল খেলতে পারলে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করবেন লোকেশ। তবে তিনি, না মিডল অর্ডারে ঋষভ পন্থ, সে সিদ্ধান্ত একেবারে শেষ মুহূর্তে দল নেবে বলেই মনে করা হচ্ছে।

লোকেশ রাহুল: টি ২০-তে ভাল পারফরম্যান্সের জন্য ওয়ান ডে দলে সুযোগ পেতে পারেন। সিরিজে ভাল খেলতে পারলে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করবেন লোকেশ। তবে তিনি, না মিডল অর্ডারে ঋষভ পন্থ, সে সিদ্ধান্ত একেবারে শেষ মুহূর্তে দল নেবে বলেই মনে করা হচ্ছে।

০৫ ১২
বিরাট কোহালি: রাহুল তিন নম্বরে খেললে বর্তমানে বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান, ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক থাকবেন চারে, রানমেশিন বিরাটের আগ্রাসী মানসিকতা দলকে উজ্জীবিত করার পক্ষেও গুরুত্বপূর্ণ।

বিরাট কোহালি: রাহুল তিন নম্বরে খেললে বর্তমানে বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান, ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক থাকবেন চারে, রানমেশিন বিরাটের আগ্রাসী মানসিকতা দলকে উজ্জীবিত করার পক্ষেও গুরুত্বপূর্ণ।

০৬ ১২
অম্বাতী রায়ুডু: পাঁচ নম্বরে খেলতে পারেন অম্বাতী রায়ুডু। নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে দু্র্দান্ত পারফরম্যান্স ছিল রায়ুডুর। ম্যাচ জিতিয়েছিলেন ৯০ রান করে।

অম্বাতী রায়ুডু: পাঁচ নম্বরে খেলতে পারেন অম্বাতী রায়ুডু। নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে দু্র্দান্ত পারফরম্যান্স ছিল রায়ুডুর। ম্যাচ জিতিয়েছিলেন ৯০ রান করে।

০৭ ১২
মহেন্দ্র সিংহ ধোনি: মিডল অর্ডারে ব্যাট হাতে দলের বড় ভরসা ধোনির ব্যাট। আবার, স্টাম্পের পিছনে ক্ষিপ্রতা ও অভিজ্ঞতাও দলের অতি প্রয়োজনীয়। কিছু ম্যাচে ধোনি তাঁর রান তোলার গতি নিয়ে সমালোচিত হলেও শেষ টি২০-তে জবাব দিয়েছেন।

মহেন্দ্র সিংহ ধোনি: মিডল অর্ডারে ব্যাট হাতে দলের বড় ভরসা ধোনির ব্যাট। আবার, স্টাম্পের পিছনে ক্ষিপ্রতা ও অভিজ্ঞতাও দলের অতি প্রয়োজনীয়। কিছু ম্যাচে ধোনি তাঁর রান তোলার গতি নিয়ে সমালোচিত হলেও শেষ টি২০-তে জবাব দিয়েছেন।

০৮ ১২
বিজয় শঙ্কর: হার্দিক না থাকায় দলে আসতে পারেন এই ডানহাতি অলরাউন্ডার। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সাফল্যের জন্য প্রথম একাদশে সুযোগ পাওয়া উচিত শঙ্করের। ব্যাটের পাশাপাশি বিজয়ের বল দলের বাড়তি পাওনা। প্রয়োজনে দ্রুত রান তোলার ক্ষমতা রয়েছে।

বিজয় শঙ্কর: হার্দিক না থাকায় দলে আসতে পারেন এই ডানহাতি অলরাউন্ডার। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সাফল্যের জন্য প্রথম একাদশে সুযোগ পাওয়া উচিত শঙ্করের। ব্যাটের পাশাপাশি বিজয়ের বল দলের বাড়তি পাওনা। প্রয়োজনে দ্রুত রান তোলার ক্ষমতা রয়েছে।

০৯ ১২
কুলদীপ যাদব: টি ২০ সিরিজে বিশ্রাম নিয়েছিলেন কুলদীপ যাদব। একদিনের সিরিজে কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে পারেন চায়নাম্যান।

কুলদীপ যাদব: টি ২০ সিরিজে বিশ্রাম নিয়েছিলেন কুলদীপ যাদব। একদিনের সিরিজে কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে পারেন চায়নাম্যান।

১০ ১২
যুজবেন্দ্র চহাল: বিশ্বকাপের আগে কুল-চা জুটিকে শেষ বার দেখে নেওয়ার সুযোগ মিলবে এই সিরিজে।

যুজবেন্দ্র চহাল: বিশ্বকাপের আগে কুল-চা জুটিকে শেষ বার দেখে নেওয়ার সুযোগ মিলবে এই সিরিজে।

১১ ১২
যশপ্রীত বুমরা: দুরন্ত ছন্দে রয়েছেন বুমরা। তিন ফরম্যাটের ক্রিকেটেই সেরাদের মধ্যে নিজের জায়গা করে নিয়েছেন। গত ম্যাচেও পেয়েছেন ৩টি উইকেট।

যশপ্রীত বুমরা: দুরন্ত ছন্দে রয়েছেন বুমরা। তিন ফরম্যাটের ক্রিকেটেই সেরাদের মধ্যে নিজের জায়গা করে নিয়েছেন। গত ম্যাচেও পেয়েছেন ৩টি উইকেট।

১২ ১২
মহম্মদ শামি: ভারতীয় দলের অন্যতম পেসার একদিনের ম্যাচে দলে ফিরতে পারেন। অস্ট্রেলিয়ার মাটিতে শামির পারফরম্যান্স নিয়ে কোনও কথা হবে না।

মহম্মদ শামি: ভারতীয় দলের অন্যতম পেসার একদিনের ম্যাচে দলে ফিরতে পারেন। অস্ট্রেলিয়ার মাটিতে শামির পারফরম্যান্স নিয়ে কোনও কথা হবে না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE