বিশ্বকাপে ভারতের স্কোয়াডে অনেককেই দেখাচ্ছে নিশ্চিত। কিন্তু, কয়েকটা জায়গা নিয়ে এখনও রয়ে গিয়েছে সংশয়। ১৫ জনের চূড়ান্ত দলে কারা থাকবেন, তা নিয়ে জল্পনা এখন তুঙ্গে।
ভারত অধিনায়ক বিরাট কোহালি অবশ্য সাফ জানিয়ে দিয়েছেন যে বিশ্বকাপের দল গড়ার ক্ষেত্রে আইপিএলের পারফরম্যান্স বিচার্য হবে না। ঘটনা হল, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের পরই শুরু হচ্ছে আইপিএল। মনে করা হচ্ছিল, আইপিএলের পারফরম্যান্সও দেখা দেবে বিশ্বকাপের দল চূড়ান্ত করার ক্ষেত্রে।
শুক্রবার হায়দরাবাদে প্রচারমাধ্যমের সামনে কোহালি সাফ বলেছেন, “বিশ্বকাপের দল বেছে নেওয়ার ক্ষেত্রে আইপিএলের কোনও ভূমিকা রয়েছে বলে মনে করি না। এমন বিশ্লেষণে পৌঁছনো খুব সহজ।” কোহালি এর আগে বলেছিলেন বিশ্বকাপের দল মোটামুটি তৈরিই আছে। কয়েকটা জায়গা নিয়ে শুধু লড়াই আছে। যে কয়েকটা জায়গা নিয়ে লড়াই চলছে বলে ক্রিকেটমহল মনে করছে, তার একটা হল দ্বিতীয় উইকেটরক্ষকের স্লট। দীনেশ কার্তিক নাকি ঋষভ পন্থ, কে থাকবেন দলে, চলছে চর্চা।