সাফ কাপে স্বপ্নের শুরু ভারতের মহিলা দলের। প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৫-১ হারাল ভারত।
মঙ্গলবার শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে প্রথমার্ধের শুরুতেই গোল করে ভারতকে ১-০ এগিয়ে দেন কমলা দেবী। ডিফেন্ডার ডালিমা ছিবার পাস থেকে গোল করেন কমলা। প্রথমার্ধের মাঝামাঝি আফগানিস্তানের বক্সের লাইনে ডঙ্গমেই-কে ফাউল করায় পেনাল্টি পায় ভারত। স্পটকিক থেকে ২-০ করেন সস্মিতা। দু’গোলে এগিয়ে থেকেও ভারতের আক্রমণ থামেনি। কমলা দেবীর দুর্দান্ত গোলে তিন গোলে এগোয় ভারত। প্রথমার্ধের ইনজুরি টাইমে ডঙ্গমেই-র গোলে ম্যাচ এক তরফা লড়াইয়ে পরিণত হয়।
বিরতির পরে আফগানিস্তানও আক্রমণ করে। ৮৮ মিনিটে গোলও পায়। সৌজন্যে আফগানিস্তানের মিডফিল্ডার মুহতাজ ফার্কুন্দা। কিন্তু সেটা সান্ত্বনা পুরস্কার ছাড়া কিছুই ছিল না। ইনজুরি টাইমে ভারতের পাঁচ নম্বর গোল করেন বালাদেবীর পরিবর্তে নামা সঞ্জু।