Advertisement
১৯ মে ২০২৪

দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেও জয় ধোনি বাহিনীর

শুক্রবার ওয়াকায় ২০ ওভারের প্রস্তুতি ম্যাচে বিপক্ষকে উড়িয়ে দিয়ে অস্ট্রেলিয়া সফর শুরু করেছিল ভারত। টসে জিতে এ দিন ব্যাট করার সিদ্ধান্ত নেন মহেন্দ্র সিংহ ধোনি। দ্বিতীয় অনুশীলন ম্যাচেও জয় পেল ভারত।

রান নিতে গিয়ে পড়ে গেলেন কোহলি। ছবি: এএফপি।

রান নিতে গিয়ে পড়ে গেলেন কোহলি। ছবি: এএফপি।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০১৬ ১২:৫৭
Share: Save:

৬৪ রানে ৫০ ওভারের প্রস্তুতি ম্যাচও জিতে নিল ভারত।

চার বল বাকি থাকতেই অল আউট হয়ে যায় পশ্চিম অস্ট্রেলিয়া।

কনর কোনও রান না করে আউট হতেই খেলা শেষ।

দলগত ১৮৩ রানে অক্ষর পটেলের বলে প্যাভেলিয়নে ফেরেন মুডি।

হাফ সেঞ্চুরি করেই ঋষি ধবনের বলে প্যাভেলিয়নে ফিরে যান মর্গ্যান। তখন রান ১৮২-৮।

মর্গ্যানের হাফ সেঞ্চুরি।

শুক্রবার ওয়াকায় ২০ ওভারের প্রস্তুতি ম্যাচে বিপক্ষকে উড়িয়ে দিয়ে অস্ট্রেলিয়া সফর শুরু করেছিল ভারত।

টসে জিতে এ দিন ব্যাট করার সিদ্ধান্ত নেন মহেন্দ্র সিংহ ধোনি। দেখুন সেই ম্যাচের লাইভ আপডেট

• অশ্বিনের দ্বিতীয় উইকেট। পশ্চিম অস্ট্রেলিয়ার ষষ্ঠ উইকেটের পতন। ৩৭ ওভারের শেষে রান ১৩৭/৬।

• অক্ষর পটেলের বলে বোল্ড হলেন জস ইংলিশ। ২৯ ওভারের শেষে পশ্চিম অস্ট্রেলিয়া ১১০/৫।

• সেট হয়ে আউট হলেন পশ্চিম অস্ট্রেলিয়ার ওপেনার কার্ডার। ৪৫ রানে তাঁকে এলবিডব্লু করলেন রবীন্দ্র জাদেজা। ২৫ ওভারের শেষে পশ্চিম অস্ট্রেলিয়া ৯৭/৪।

• ১৮ ওভারের শেষে পশ্চিম অস্ট্রেলিয়া ৭২/৩।

• ১৮ ওভারের শেষ বলে আউট হলেন হবসন। ঋষি ধবনের বলে ধোনির হাতে ক্যাচ দিয়ে আউট হলেন তিনি।

• পশ্চিম অস্ট্রেলিয়ার দ্বিতীয় উইকেটের পতন। ১৭তম ওভারে অশ্বিনের বলে আউট হলেন শর্ট।

• ১৫ ওভারের শেষে পশ্চিম অস্ট্রেলিয়ার রান ৫৬/১।

• ১১ ওভারের শেষে পশ্চিম অস্ট্রেলিয়ার রান ৪৩/১।

• ভারতকে প্রথম ব্রেক দিলেন উমেশ যাদব। দশম ওভারে যাদবের বলে আউট হলেন ওপেনার বশিষ্ঠ।

• ৪৯.১ ওভারে ২৪৯ রানে অল আউট হল ভারত। ড্রিউ পোর্টার নিলেন পাঁচ উইকেট

• পর পর দু’ওভারে মণীশ পাণ্ডে এবং রবীন্দ্র জাদেজাকে হারিয়ে ৪৮ ওভারের শেষে ভারত ২৪৩/৮।

• ৪৫ ওভারের শেষে ভারত ২১৫/৬। অর্ধশতরান করে অপরাজিত মণীশ পাণ্ডে।

• ও’কোনরের বলে ১৫ রানে আউট হলেন ধোনি।

• ক্রিজে মহেন্দ্র সিংহ ধোনি এবং মণীশ পাণ্ডে। ৩৩ ওভারের শেষে ভারত ১৫১/৫।

• ৩০ ওভারের শেষে ভারত ১৩৫/৫

• ২৮তম ওভারের মুরহেডের প্রথম বলে ছয় মেরে পরের বলেই আউট হলেন রোহিত শর্মা। করলেন ৬৭ রান।

• ২৭তম ওভারে ৬ রানে আউট হলেন গুরকিরত সিংহ মান। ২৭ ওভারের শেষে ভারত ১২৫/৪। রোহিত অপরাজিত ৬০ রানে।

• ২২তম ওভারে মুরহেডের বলে এক রান নিয়ে হাফ সেঞ্চুরি পূর্ণ করলেন রোহিত। পরের বলেই ৪১ রানে বোল্ড হলেন রাহানে। ভারতের স্কোর ১০৮/৩।

• ১৭ তম ওভারে টার্নারকে পর পর দু’টি বাউন্ডারি মারলেন রোহিত। ১৭ ওভারের শেষে ভারত ৮০/২। রোহিত ৩৬ এবং রাহানে ৩১ রানে অপরাজিত রয়েছেন।

• রাহানের পর পর দু’টি বাউন্ডারি এবং রোহিতের ধৈর্য্যশীল ইনিংসে ভর করে ১৫ ওভারের শেষে ভারত ৬৯/২। রোহিত ২৭ এবং রাহানে ২৯ রানে অপরাজিত রয়েছেন।

আরও খবর:
অস্ট্রেলিয়ায় খেলা মানে আগুন নিয়ে খেলা: রোহিত

ভারত: রোহিত শর্মা, শিখর ধবন, বিরাট কোহলি, আজিঙ্ক রাহানে, মহেন্দ্র ধোনি, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর পটেল, উমেশ যাদব, ঋষি ধবন, বারিন্দর স্রান, গুরকিরত সিংহ মান, ইশান্ত শর্মা

পশ্চিম অস্ট্রেলিয়া: উইলিয়াম বশিষ্ঠ, জেক কার্ডের, ডার্কি শর্ট, নিক হবসন, জস ইঙ্গলিশ, জ্যারন মর্গ্যান, ড্রিউ পোর্টার, জেমস মুরহেড, ডেভিড মুডি, লায়াম ও’কোনর, মার্ক টার্নার

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

cricket india western australia
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE