কম্বোডিয়া ২ (লাবোরাভি, ভাথানাকা)
ভারত ৩ (সুনীল, জেজে, সন্দেশ)
এমনিতে ছিল অনুশীলন ম্যাচ। কিন্তু মাঠে নেমে দু’দলের মেজাজই ছিল হাড্ডাহাড্ডি লড়াইয়ের। যার ফল যখন ম্যাচ শেষ হল তখন মোট গোল পাঁচ। ভারত জিতল ৩-২ গোলে। শুরুটা করে দিয়েছিলেন ভারতের সেরা স্ট্রাইকার সুনীল ছেত্রীই। ৩৬ মিনিটে ইউজিনসন লিংদোর কর্নার থেকে ফাঁকায় গোল করে যান সুনীল। কম্বোডিয়ার গোলকিপার সেরেই গোল ছেড়ে বেরিয়ে এসেছিলেন বল ধরতে কিন্তু তিনি তা মিস করেন। যার ফলে সুনীলের গোল সহজ হয়ে যায় অনেক। কিন্তু ভারতের এগিয়ে যাওয়ার উৎসব শুরু হতে না হতেই এক মিনিটের মধ্যে হোম টিমকে সমতায় ফেরান লাবোরাভি খৌন। রক্ষণের ভুল বোঝাবুঝিতে ১-১ করে ফেলে কম্বোডিয়া। কিন্তু শেষটা থেকে যায় ভারতেরই দখলে। প্রথমার্ধের শেষে প্রায় নিজের গোলেই বল পাঠিয়ে দিয়েছিলেন ভারতের রাইটব্যাক প্রীতম কোটাল। কিন্তু শেষ মুহূর্তে রক্ষা করেন গোলকিপার গুরপ্রীত সিংহ। প্রথমার্ধ শেষ হয় ১-১ গোলে।