ত্রিদেশীয় আন্তর্জাতিক টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ভারত। বৃহস্পতিবার দ্বিতীয় ম্যাচে সেন্ট কিটস অ্যান্ড নেভিসের বিরুদ্ধে এগিয়ে গিয়েও জয় হাতছাড়া করলেন সুব্রত পাল-রা। তাতেও অবশ্যও ট্রফি জিততে সমস্যা হয়নি ভারতীয় দলের।
বৃহস্পতিবার মুম্বইয়ের আন্ধেরি স্পোর্টস কমপ্লেক্সে সেন্ট কিটস অ্যান্ড নেভিসের বিরুদ্ধে জেজে লালপেখলুয়া-র সঙ্গে শুরু করেন আগের ম্যাচে পরিবর্ত হিসেবে নেমে গোল করা বলবন্ত সিংহ। আর রবিন সিংহ নামেন পরিবর্ত হিসেবে। তবে ভারতে এগিয়ে দেন জ্যাকিচন্দ সিংহ। ৩৯ মিনিটে রওলিন বর্জেসের পাস থেকে গোল করেন তিনি। কিন্তু ৭১ মিনিটে সেন্ট কিটস অ্যান্ড নেভিসের অ্যামরন গাউন গোল করে ভারতের জয়ের পথে কাঁটা ছড়িয়ে দেন।