Advertisement
E-Paper

‘বনতারা’র মন্দিরে মেসি-সুয়ারেজ়দের আরতি, বিগ্রহের সামনে মাথা ঠেকিয়ে প্রণাম লিয়োর

দুই সতীর্থ লুইস সুয়ারেজ এবং রদ্রিগো ডি’পলকে নিয়ে সোমবার রাতে জামনগরে পৌঁছোন মেসি। রিলায়্যান্স ফাউন্ডেশনের ‘বনতারা’য় গিয়েছিলেন তাঁরা। অনন্ত অম্বানীর সঙ্গে মন্দিরে পুজো করতে দেখা গিয়েছে তিন ফুটবলারকে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৫ ২৩:১০
picture of football

‘বনতারা’র মন্দিরে মেসি র প্রণাম। রয়েছেন অনন্ত অম্বানী, রদ্রিগো ডি’পল। ছবি: সংগৃহীত।

ভারত সফর শেষ করে বার্সেলোনা ফিরে গিয়েছেন লিয়োনেল মেসি। মুকেশ অম্বানীর আমন্ত্রণে সূচি পরিবর্তন করেন সোমবার রাতে দিল্লি থেকে গুজরাতের জামনগরে যান মেসি। সেখানকার ছবি প্রকাশ করেছে রিলায়্যান্স ফাউন্ডেশন।

লিয়োনেল মেসির সঙ্গে রদ্রিগো ডি’পল (বাঁ দিকে) এবং লুইস সুয়ারেজ (ডান দিকে)। মঙ্গলবার বনতারা’য়।

লিয়োনেল মেসির সঙ্গে রদ্রিগো ডি’পল (বাঁ দিকে) এবং লুইস সুয়ারেজ (ডান দিকে)। মঙ্গলবার বনতারা’য়। ছবি: সংগৃহীত।

‘বনতারা’য় অনন্ত অম্বানীর আতিথেয়তা গ্রহণ করে ভারত সফর শেষ করেছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী অধিনায়ক। সেখানকার একটি বিশেষ ছবি প্রকাশ করা হয়েছে। তাতে দেখা যাচ্ছে, ‘বনতারা’র মন্দিরের বিগ্রহের সামনের বেদীতে মাথা ঠেকিয়ে প্রণাম করছেন মেসি। পাশে দাঁড়িয়ে রয়েছেন অনন্ত এবং রদ্রিগো ডি’পল। ভারতীয় সংস্কৃতির প্রতি বিশ্বের অন্যতম সেরা ফুটবলারের শ্রদ্ধাজ্ঞাপনের ছবি ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে। মন্দিরে মেসি, ডি’পল এবং সুইস সুয়ারেজ আরতিও করেছেন থালায় প্রদীপ, ফুল সাজিয়ে। শুধু তা-ই নয়, ‘বনতারা’য় বাঘ, সিংহ, হাতি ও জিরাফের সঙ্গে ছবি তুলতে দেখা গিয়েছে মেসিদের। সেই মুহূর্তের কিছুও ছবিও সমাজ মাধ্যমে ভাগ করা হয়েছে।

‘বনতারা’য় সিংহের সঙ্গে ছবি তুললেন মেসি।

‘বনতারা’য় সিংহের সঙ্গে ছবি তুললেন মেসি। ছবি: সংগৃহীত।

জিরাফের মাথায় হাত মেসির।

জিরাফের মাথায় হাত মেসির। ছবি: সংগৃহীত।

কলকাতা, হায়দরাবাদ, মুম্বই, দিল্লি সফরের পর দুই সতীর্থ লুইস সুয়ারেজ এবং রদ্রিগো ডি’পলকে নিয়ে জামনগরে যান মেসি। ‘বনতারা’র অনুষ্ঠানের অবশ্য সরাসরি সম্প্রচার করা হয়নি। অম্বানী পরিবারের সদস্যেরা মেসি-সাক্ষাৎ নিজেদের মধ্যেই রেখেছেন। ফলে রিলায়্যান্স ফাউন্ডেশন পরিচালিত প্রায় ৩০০০ একর বিস্তৃত বন্যপ্রাণী উদ্ধার, সংরক্ষণ ও চিকিৎসাকেন্দ্রে মেসিরা কী কী করেছেন, তা প্রকাশ্যে আসেনি।

‘বনতারা’য় বাঘের সঙ্গে ছবি তুললেন মেসি।

‘বনতারা’য় বাঘের সঙ্গে ছবি তুললেন মেসি। ছবি: সংগৃহীত।

হাতির সঙ্গে ছবি তুললেন মেসি। সঙ্গে রয়েছেন রদ্রিগো ডি’পল, লুইস সুয়ারেজ এবং অনন্ত অম্বানী।

হাতির সঙ্গে ছবি তুললেন মেসি। সঙ্গে রয়েছেন রদ্রিগো ডি’পল, লুইস সুয়ারেজ এবং অনন্ত অম্বানী। ছবি: সংগৃহীত।

ভারতে সমর্থকদের ভালবাসায় আপ্লুত মেসি। দিল্লির অনুষ্ঠান শেষে ভবিষ্যতে আবার এ দেশে আসার ইচ্ছা প্রকাশ করেছেন এলএম টেন। খেলতে বা অন্য কোনও কারণে হলেও আবার ভারতে আসার কথা বলেছেন মেসি।

Lionel Messi Vantara Anant Ambani puja luis suarez Jamnagar
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy