Advertisement
১৯ মে ২০২৪

শেষ হল খেলো ইন্ডিয়া প্রতিযোগিতা

দু’দিন ধরে চলা খেলো ইন্ডিয়া প্রতিযোগিতা শেষ হল শনিবার। জলপাইগুড়ি বিশ্ববাংলা ক্রীড়াঙ্গনে চলছিল এই খেলা। জেলার নানা ব্লক ও পুরসভা থেকে প্রতিযোগিতায় যোগ দিয়েছিলেন একাধিক খেলোয়াড়।

চলছে মহিলা ফুটবলের ফাইনাল। — রাজা বন্দ্যোপাধ্যায়।

চলছে মহিলা ফুটবলের ফাইনাল। — রাজা বন্দ্যোপাধ্যায়।

নিজস্ব সংবাদদাতা
জলপাইগুড়ি শেষ আপডেট: ২০ নভেম্বর ২০১৬ ০২:১৩
Share: Save:

দু’দিন ধরে চলা খেলো ইন্ডিয়া প্রতিযোগিতা শেষ হল শনিবার। জলপাইগুড়ি বিশ্ববাংলা ক্রীড়াঙ্গনে চলছিল এই খেলা। জেলার নানা ব্লক ও পুরসভা থেকে প্রতিযোগিতায় যোগ দিয়েছিলেন একাধিক খেলোয়াড়।

অ্যাথলেটিক্সে চ্যাম্পিয়ন হয়েছে ময়নাগুড়ি ব্লক এবং রানার্স আপ হয়েছে ধূপগুড়ি ব্লক। পুরুষদের ফুটবলে ১৮ ঊর্ধ্বে বিভাগে জয়ী রাজগঞ্জ বিভাগের রাজগঞ্জ ফুটবল অ্যাকাডেমি। ওই বিভাগে রানার্স আপ ধূপগুড়ি প্লেয়ার্স ইউনিট। ফুটবলে অনূর্ধ্ব ১৮ বছরের বিভাগে রানার্স আপ হয়েছে মেটেলির রাইজিং ফুটবল অ্যাকাডেমি। ওই বিভাগে জয়ী হয়েছে রাজগঞ্জের রাজগঞ্জ ফুটবল অ্যাকাডেমি। মহিলাদের ফুটবলে অনূর্ধ্ব ১৮ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে মেটেলির রাষ্ট্রভাষা বিদ্যালয় এবং রানার্স আপ হয়েছে সদর ব্লকের কালিয়াগঞ্জ উত্তমেশ্বর হাইস্কুল।

খেলো ইন্ডিয়াতে ছিল তিরন্দাজি প্রতিযোগিতাও। সেখানে প্রথম হয় মাল ব্লক এবং রানার্স আপ হয় সদর ব্লক। ভলিবলে ১৮ ঊর্ধ্ব বিভাগে জয়ী হয়েছে সদর ব্লক ও রানার্স আপ ধূপগুড়ি ব্লক। ওই খেলায় অনূর্ধ্ব ১৮ বিভাগে চ্যাম্পিয়ন হয় জলপাইগুড়ি পুরসভা এবং রানার্স আপ হয় ধুপগুড়ি পুরসভা।

খো খো প্রতিযোগিতায় ১৮ বছরের ঊর্ধ্বে পুরুষদের বিভাগে জয়ী হয় ময়নাগুড়ি ব্লকের হেলাপাকরি রুশ অ্যাকাডেমি। রানার্স আপ হয়েছে সদর ব্লকের নেতাজি বিদ্যাপীঠ। ওই খেলায় অনূর্ধ্ব ১৮ বছরের পুরুষদের বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে মাল পুরসভা। রানার্স আপ হেলাপাকরি রুশ অ্যাকাডেমি। মহিলাদের খো খো-তেও অনূর্ধ্ব ১৮ বিভাগে জয়ী ময়নাগুড়ি ব্লকের হেলাপাকরি রুশ অ্যাকাডেমি। রানার্স আপ ধুপগুড়ি ব্লকের পুর্ব মল্লিকপাড়া হাইস্কুল।

ব্যাডমিন্টনে পুরুষদের ১৮ ঊর্ধ্ব বিভাগে জলপাইগুড়ি পুরসভার সৌরভ যোশি শুভম বসাককে হারিয়ে দেয়। পুরুষদের ব্যাডমিন্টনে অনূর্ধ্ব ১৮ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে জলপাইগুড়ি পুরসভার দিবাকর সেন। রানার্স আপ হয়েছে একই পুরসভার সংলাপ দত্ত। মহিলাদের ব্যাডমিন্টনে ১৮ বছরের ঊর্ধ্ব বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে জলপাইগুড়ি পুরসভার অতসী রায়। রানার্স আপ জলপাইগুড়ি পুরসভারই মেধা যোশি। মহিলাদের সাব জুনিয়র বিভাগে সদর ব্লকের শ্রীময়ী মৈত্র চ্যাম্পিয়ন হয়েছে। ওই বিভাগে রানার্স আপ হয়েছে একই ব্লকের স্বর্ণাভ ঘোষ। পুরুষদের সাব জুনিয়র বিভাগে ডাবলসে বিজয়ী হয়েছে জলপাইগুড়ি পুরসভার প্রীতম প্রসাদ এবং অনুভব সইকিয়। তারা সদর ব্লকের অংশুমান নন্দী এবং পার্থিব চক্রবর্তীকে হারিয়ে দেয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

India competition ended
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE