টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। আগামী ১৫ জানুয়ারি থেকে শুরু হবে প্রতিযোগিতা। সবচেয়ে বেশি পাঁচ বার খেতাব জিতেছে ভারত। চার বার চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়া। পাকিস্তানও দু’বার ছোটদের বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে। তা-ও আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) ছোটদের বিশ্বকাপের প্রচারে গুরুত্ব দিচ্ছে বাংলাদেশকে।
২০২০ সালে এক বার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। এ ছাড়া কখনও ফাইনালেও ওঠেনি। অথচ শেষ পাঁচ বারের ফাইনালিস্ট ভারতকে বাদ দিয়ে প্রচারে বাড়তি গুরুত্ব পাচ্ছে বাংলাদেশ। আইসিসির এই প্রচার আসলে কৌশল বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
আগামী আইপিএল থেকে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ায় ক্ষুব্ধ বাংলাদেশ। টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলতে লিটন দাসদের ভারতে না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্রিকেটারদের নিরাপত্তাকে ইস্যু করেছে বাংলাদেশের অন্তবর্তিকালীন সরকারও। টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আইসিসি এবং বিসিবির মধ্যে এখনও আলোচনা চলছে। বুধবারের বৈঠকেও সমাধান পাওয়া যায়নি।
আরও পড়ুন:
এ অবস্থায় বাংলাদেশের উপর চাপ বাড়াতেই ছোটদের বিশ্বকাপের প্রচারে আজিজুল হাকিম তামিমের দলকে বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে বলে মনে করা হচ্ছে। আইসিসির কাছে বাংলাদেশ যে গুরুত্বপূর্ণ, তা বোঝাতেই ছোটদের বিশ্বকাপের প্রচারে আনা হয়েছে বাংলাদেশের ক্রিকেটারদের।