চলতি এশিয়া কাপে চিন যে ভাবে খেলছিল, তাতে ভারতের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে মনে করা হয়েছিল। তবে শনিবার রাজগীরে চিনের বিরুদ্ধে লড়াইকে একপেশে বানিয়ে দিল ভারত। জিতল ৭-০ গোলে। ফাইনালে উঠে গেলেন হরমনপ্রীত সিংহেরা। রবিবার তারা খেলবেন দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে, যারা গত বারের বিজয়ী।
এ দিন শুরু থেকেই আগ্রাসী হকি খেলতে থাকে ভারত। চার মিনিটেই প্রথম গোল করে তারা। বৃত্তের মধ্যে বল ক্লিয়ার করতে ব্যর্থ হয়েছিল চিন। সঠিক সময়ে সঠিক জায়গায় ছিলেন শিলানন্দ লাকরা। কাছ থেকে জোরালো শটে গোল করেন তিনি। তিন মিনিট পরে দ্বিতীয় গোল। পেনাল্টি কর্নার পেয়েছিল ভারত। হরমনপ্রীতের শট ভাল না হলেও চিন বল ক্লিয়ার করতে পারেনি। ফাঁকায় দাঁড়িয়ে থাকা দিলপ্রীত সিংহ গোল করেন।
খেলা যত এগোতে থাকে ভারতের আধিপত্য তত বাড়তে থাকে। চিন বেশি ক্ষণ বল নিজেদের নিয়ন্ত্রণে রাখতেই পারছিল না। পাশাপাশি রাজগীরের সমর্থকদের চিৎকারও ভারতের পক্ষে ছিল।
প্রথম কোয়ার্টারে আর গোল হয়নি। দ্বিতীয় কোয়ার্টারের শুরুতেই এগিয়ে যায় ভারত। আরও একটি পেনাল্টি কর্নার কাজে লাগায় তারা। হরমনপ্রীতের শট আটকে দেয় চিন। বিবেক প্রসাদের শটও চিনের গোলকিপার বাঁচিয়ে দেন। তবে বল ক্লিয়ার করতে না পারার রোগ আবার তাড়া করে চিনকে। গোল করেন মনদীপ সিংহ।
তৃতীয় কোয়ার্টারে দু’টি গোল করে ভারত। মাঝমাঠ থেকে বাঁ দিকে পাস দিয়েছিলেন শিলানন্দ। দিলপ্রীত বল পেয়ে চিনের গোলকিপারকে কাটিয়ে পাস দেন রাজকুমার পালকে। রাজকুমার অনায়াসে গোল করেন। দু’মিনিট পরে গোল করেন সুখজিৎ সিংহ। এ বার দিলপ্রীত বাঁ দিকে পাস দেন সুখজিৎকে। চিনের খেলোয়াড়েরা ঘিরে ফেললেও ফাঁক খুঁজে গোল করেন সুখজিৎ।
আরও পড়ুন:
তৃতীয় কোয়ার্টারের শেষে ভারতের জয় অনেকটাই নিশ্চিত হয়ে যায়। তবে ক্রেগ ফুলটনের দল আক্রমণ থামায়নি। ৪৬ মিনিটে ষষ্ঠ গোল করে তারা। দারুণ ভাবে বল নিয়ন্ত্রণ করে চিনের রক্ষণ বেসামাল করে দেন সুখজিৎ। পাস দিয়ে গোল করার অভিষেককে দিয়ে। পরের মিনিটে আবার গোল করেন অভিষেক।