Advertisement
১৭ মে ২০২৪

আইপিএল নয়, রাহানের চোখ টি-২০ সিরিজে

আইপিএলে তাঁর দল রাজস্থান রয়্যালসের ভবিষ্যৎ কী তা জানেন না এখনও। কিন্তু জিম্বাবোয়ে সফরের ভারত অধিনায়ক অজিঙ্কা রাহানের পাখির চোখ এখন ওয়ান ডে-র পর দু’ম্যাচের টি-২০ সিরিজও জিতে দেশে পা রাখা।

শুক্রবার জিম্বাবোয়ের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি খেলতে নামবে ভারত। তার আগে অরণ্য-সাফারিতে অজিঙ্ক রাহানের দল।

শুক্রবার জিম্বাবোয়ের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি খেলতে নামবে ভারত। তার আগে অরণ্য-সাফারিতে অজিঙ্ক রাহানের দল।

নিজস্ব প্রতিবেদন
হারারে শেষ আপডেট: ১৭ জুলাই ২০১৫ ০৩:৩৭
Share: Save:

আইপিএলে তাঁর দল রাজস্থান রয়্যালসের ভবিষ্যৎ কী তা জানেন না এখনও। কিন্তু জিম্বাবোয়ে সফরের ভারত অধিনায়ক অজিঙ্কা রাহানের পাখির চোখ এখন ওয়ান ডে-র পর দু’ম্যাচের টি-২০ সিরিজও জিতে দেশে পা রাখা।

শুক্রবারই শুরু হচ্ছে জিম্বাবোয়ের বিরুদ্ধে ভারতের টি-২০ অভিযান। সে ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে রাহানের মন্তব্য, ‘‘আইপিএল নিয়ে কোনও চিন্তা-ভাবনাই করছি না। একমাত্র লক্ষ্য, দু’টো টি-২০ ম্যাচ জিতেই দেশে ফেরা। কারণ দেশের হয়ে মাঠে নামার সময় জেতা ছাড়া অন্য কোনও কিছুই প্রাধান্য পায় না আমার কাছে।’’ এখানেই না থেমে রাহানে আরও বলেন, ‘‘এখন আইপিএল নয়। গোটা টিমের লক্ষ্য, দেশের জন্য নিজেকে নিংড়ে দেওয়া এবং জিতে মাঠ ছাড়া।’’

মঙ্গলবারই জিম্বাবোয়েকে ওয়ান ডে-তে ৩-০ হারিয়ে সিরিজ পকেটে পুরেছে ভারত। আবার সে দিনই বিচারপতি লোঢা কমিটি জানিয়ে দিয়েছে, পরবর্তী দু’টি আইপিএলে নেই চেন্নাই সুপার কিঙ্গস এবং রাজস্থান রয়্যালস। শুক্রবার হারারে স্পোর্টস ক্লাবের মাঠে যে ভারতীয় দল নামবে অধিনায়ক-সহ তার পাঁচ ক্রিকেটার—অজিঙ্কা রাহানে, স্টুয়ার্ট বিনি, ধবল কুলকার্নি, সঞ্জু স্যামসন (রাজস্থান রয়্যালস) এবং মোহিত শর্মা (চেন্নাই সুপার কিঙ্গস) রয়েছেন সেই দলে।

এ দিন সেই প্রসঙ্গ উত্থাপন করা হলে রাহানে জানিয়ে দেন, ‘‘মঙ্গলবার ওয়ান ডে জেতা নিয়েই আলোচনা হয়েছে। এখন টি-২০ নিয়ে। আইপিএল নিয়ে ড্রেসিংরুমে কোনও আলোচনাই হয়নি এর মধ্যে।’’

আগামী বছর মার্চে দেশের মাটিতে টি-২০ বিশ্বকাপ। জিম্বাবোয়ে সফরের দুই টি-টোয়েন্টি ম্যাচের পারফরম্যান্স কি বিশ্বকাপের আগে দল গঠনে সাহায়্য করবে? এ দিন সে প্রশ্ন উঠলে রাহানে বলেন, ‘‘টি-২০ বিশ্বকাপও অনেক দূরে‌। তার জন্য ভাবার চেয়ে এই সফরের জয় নিয়েই বেশি ভাবছি আমরা।’’ যা জানান দিচ্ছে, জয়ের জন্য কতটা মরিয়া টিম ইন্ডিয়া।

ওয়ান ডে সিরিজ জেতায় শুক্রবারের ম্যাচে আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামার কথা স্বীকার করলেও জিম্বাবোয়েকে হাল্কা ভাবে নিতে নারাজ টিম ইন্ডিয়া। এ প্রসঙ্গে রাহানের মন্তব্য, ‘‘আইপিএল-এ খেলায় ভারতীয়রা হয়তো একটু বেশি আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামতে পারে। কিন্তু জিম্বাবোয়েকেও উপেক্ষা করা যাবে না। কে না জানে এই ধরনের সীমিত ওভারের ক্রিকেটে একটা ছোট্ট স্পেল বা ইনিংস বড় ফারাক গড়ে দেয়। সুতরাং সতর্ক থাকতে হবে।’’

সূত্রের খবর, শুক্রবারই হয়তো আন্তর্জাতিক টি-২০-তে অভিষেক হতে চলেছে, তৃতীয় ওয়ান ডে ঝকঝকে ৭১ রানের ইনিংস উপহার দেওয়া মণীশ পাণ্ডের। জিম্বাবোয়ে টিমেও ঢুকছেন মারকুটে উইকেটকিপার-ব্যাটসম্যান চার্লস কভেন্ট্রি, অফস্পিনার জন নিয়ম্বু এবং সিমার টরাই মুজারাবানির। তবে হাঁটু ও কুঁচিকর চোটের জন্য অলরাউন্ডার সিন উইলিয়ামস পেসার তিনাশে পানিয়ানগারা জায়গা পাননি টি-২০ দলে। সদ্য সমাপ্ত ওয়ান ডে সিরিজে দু’টি ম্যাচেই ভারতীয় ওপেনিং জুটিকে বড় রান পেতে দেয়নি জিম্বাবোয়ে। সে ব্যাপারে রাহানে বলেন, ‘‘ওয়ান ডে ম্যাচ শুরু হত সকাল ন’টায়। সেখানে টি-২০ ম্যাচ শুরু হবে দুপুরে। সুতরাং উইকেট অপেক্ষাকৃত ভাল হবে বলেই আশা। তা ছাড়া ওয়ান ডে সিরিজের ভুল ড্রেসিংরুমে শুধরে নিয়েছি আমরা।’’

ছবি: ফেসবুক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE