E-Paper

ফিরে আসুক মাফলারের সাজ

বিদেশে হাইএন্ড ফ্যাশনে কদর বাড়ছে মাফলারের। নারী-পুুরুষ নির্বিশেষে এই স্টাইল জনপ্রিয় হচ্ছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০২৫ ০৯:২৯

— ফাইল চিত্র।

একটা সময়ে ঋষি কপূরের সিগনেচার স্টাইল ছিল মাফলার। ‘ববি’ থেকে ‘চাঁদনী’—বিভিন্ন ছবিতে পুলওভারের সঙ্গে উলের রঙিন মাফলার নিয়েছেন ঋষি। সেই স্টাইল তখন সত্তর-আশির যুবকেরা দেদার অনুকরণ করেছেন। কিন্তু ধীরে ধীরে মাফলারের ফ্যাশন কোণঠাসা হয়ে গেল। শীত পড়লেই মা-জেঠিমারা ছোটদের জোর করে মাফলার পরিয়ে দিতেন বটে, কিন্তু বড়রা তা থেকে শতহস্ত দূরে। মাফলার তখন হয়ে গিয়েছে বুড়োদের সাজ। রেট্রো ফ্যাশন যেমন আবার ফেরত এসেছে, তেমনই মাফলার তার হৃতগৌরব উদ্ধার করেছে।

— ফাইল চিত্র।

এখন ফ্যাশন দুনিয়ায় কল্কে পেতে হলে বিদেশের সিলমোহর ছাড়া গতি নেই। এ ক্ষেত্রেও তাই। এ বছরের উইন্টার কালেকশনে একাধিক বিদেশি ব্র্যান্ড মাফলারকে গুরুত্ব দিয়েছে। রিহানা হোক বা জেনিফার লরেন্স— শীতের মরসুমে মোটা উলের স্কার্ফ তারকাদের বিশেষ পছন্দ। পুরুষদের ফ্যাশনেও মাফলারের দাপট রয়েছে। জেন জ়ি আইকন টিমোথি শ্যালামেকে একাধিক বার দেখা গিয়েছে মাফলারের বন্ধনে। তবে মাফলার বা উলেন স্কার্ফকে সবচেয়ে জনপ্রিয় করেছে কোরিয়ান ফ্যাশন। কে-সিরিজ়, কে-পপ তারকাদের দেখলেই বোঝা যাবে নরম উলের মায়াবি বাঁধনের মাহাত্ম্য। দেশীয় তারকা প্রিয়ঙ্কা চোপড়া, করিনা কপূর, সোনম কপূরও মাফলার দিয়ে নানা রকম স্টাইলিং করেন।

— ফাইল চিত্র।

কেমন ভাবে স্টাইলিং করবেন?

  • মাফলারের সুবিধে হল, এটা নারী-পুরুষ উভয়েই পরতে পারেন। সিল্কের স্কার্ফে যদি মেয়েদের একচেটিয়া অধিকার থাকে, তা হলে উলের স্কার্ফ দিয়ে পুরুষেরা নিজেদের স্টেটমেন্ট তৈরি করতে পারেন অনায়াসে।
  • নানা বুননের মাফলার পাওয়া যায়। মেশিনে তৈরি তো আছেই, তবে হাতে বোনা মাফলারের কদর বেশি। একরঙা, স্ট্রাইপড, মাল্টিকালার... ধূসর পোশাকের সঙ্গে গাঢ় লাল কিংবা রামধনু রঙা স্কার্ফ বাছলে, ভিড়ের মধ্যে সহজেই নিজেকে আলাদা করতে পারবেন।
  • লং কোট, কার্ডিগান কিংবা লেদার জ্যাকেট— মাফলার সবের সঙ্গেই মানিয়ে যায়। ওয়েস্টার্ন, ভারতীয় দু’ধরনের পোশাকের সঙ্গেই স্টাইল করতে পারবেন।
  • মাফলার পরার নানা কায়দা আছে। দু’পাশ দিয়ে ঝুলিয়ে রাখা যায়, গলায় একটা প্যাঁচ দেওয়া যায়, রাউন্ড নেক কিংবা টাইয়ের মতো করেও এটি পরা যায়। এখন লম্বা ছাড়াও পুরো গোল করে বোনা মাফলার পাওয়া যায়। এটা গলার অংশ ঢেকেও রাখে আবার স্টাইলও বজায় থাকে। বেশি ঠান্ডার জায়গায় বেড়াতে গেলে মোটা উলের মাফলার দিয়ে ভাল করে মাথা-কান-গলা পেঁচিয়ে নিন।
  • ছোট উলের স্টোল, পশমিনা চাদরও কিন্তু মাফলারের মতো কায়দা করে নেওয়া যায়। খাঁটি পশমিনা এতটাই নরম যে মুড়লে রুমালের আকার নেয়। অ্যাঞ্জেলিনা জোলি যেমন পশমিনার ভক্ত। তাঁকে অনেক বারই স্কার্ফের মতো করে এটি নিতে দেখা গিয়েছে। ছবিতে এমা ওয়াটসন যেমন পশমিনা মাফলারকে তাঁর ক্যাজ়ুয়াল সাজের অংশ করে নিয়েছেন।

— ফাইল চিত্র।

মা-দিদিমার হাতে বোনা যে মাফলার ‘পুরনো স্টাইল’ বলে আলমারির এক কোণে ফেলে রেখেছিলেন, সেটা এ বার পরে ফেলুন। বাজারচলতিমেশিনে বোনা মাফলারের ভিড়ে হাতের কাজের কদর অনেকগুণ বেশি।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Winter Fashion Fashion

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy