Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Igor Stimac

Igor Stimac: নেপালগামী দল ঘোষণা স্তিমাচের

এ দিন এআইএফএফ-এর কর্মসমিতির বৈঠক ছিল। সেখানে আনোয়ার আলিকে (জুনিয়র) তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে হলফনামা দিতে বলা হয়েছে।

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৮ অগস্ট ২০২১ ০৮:০১
Share: Save:

কলকাতায় জাতীয় শিবিরে দুটি প্রস্তুতি ম্যাচে জিতলেও দলকে সতর্ক করে দিলেন কোচ ইগর স্তিমাচ। নেপালের বিরুদ্ধে ২ এবং ৫ সেপ্টেম্বর ফ্রেন্ডলি ম্যাচ খেলবে ভারত। তার আগে শুক্রবার ২৫ জন ফুটবলারের নাম ঘোষণা করলেন তিনি।

এ দিনই জাতীয় শিবিরে যোগ দিয়েছেন এটিকে-মোহনবাগানের ফুটবলারেরা। স্তিমাচ বলছেন, ‍‘‍‘১০ দিনের প্রস্তুতিতে খুব বেশি কিছু আশা করা যায় না। তবে ছেলেরা যে ভাবে শিবিরে পরিশ্রম করেছে, তাতে আমি খুশি।’’ এ দিন এআইএফএফ-এর কর্মসমিতির বৈঠক ছিল। সেখানে আনোয়ার আলিকে (জুনিয়র) তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে হলফনামা দিতে বলা হয়েছে।

ভারতীয় দল—গোলরক্ষক: অমরিন্দর সিংহ, ধীরজ সিংহ, গুরপ্রীত সিংহ সাঁধু।

ডিফেন্ডার: প্রীতম কোটাল, চিঙ্গলেনসানা সিংহ, মন্দার রাও দেশাও, আকাশ মিশ্র, রাহুল ভেকে, শুভাশিস বসু, সেরিটন ফার্নান্দেস।

মাঝমাঠ: লালেংমাউইয়া, বিপিন সিংহ, অনিরুদ্ধ থাপা, সাহাল আবদুল সামাদ, ব্র্যান্ডন ফার্নান্দেস, লিস্টন কোলাসো, ইয়াসির মহম্মদ, গ্লেন মার্টিন্স, সুরেশ সিংহ, জিকসন সিংহ, প্রণয় হালদার।

আক্রমণ: রহিম আলি, মনবীর সিংহ, সুনীল ছেত্রী, ফারুখ চৌধরি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Igor Stimac Indian Football Team
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE