আজ, বুধবার থেকে একটা দুর্দান্ত টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে। এই টুর্নামেন্টটায় ফিরতে পেরে আমার দারুণ ভাল লাগছে। যদিও এ বার আমার ভূমিকাটা হতে যাচ্ছে ধারাভাষ্যকারের। তবে যে ভূমিকায় থাকি না কেন, একটা দারুণ উত্তেজক টুর্নামেন্ট দেখার অপেক্ষায় আছি।
এ বারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে বেশ কয়েকটা ভাল দল লড়াই করছে। এমন দল যারা গত কয়েক বছরে দারুণ উন্নতি করেছে। দু’টো দলের নাম আমার সবার আগে মনে আসছে। অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড। শেষ বার চ্যাম্পিয়ন্স ট্রফিতে যা দেখেছি, তার চেয়ে এই দু’টো দল এখন অনেক ভাল জায়গায়।
ট্রফির অন্যতম দাবিদার ভারতকে দু’টো প্র্যাকটিস ম্যাচেই দুর্দান্ত লেগেছে। বিশেষ করে ভারতের বোলিং। পাঁচ জন বোলারই খুব ভাল ফর্মে আছে বলে মনে হল। ঘরের মাঠে একটা লম্বা মরসুম খেলে উঠলেও ওদের কাউকে দেখে মনে হয়নি বিন্দুমাত্র ক্লান্ত। আসলে ইংল্যান্ডের আবহাওয়াটাই এমন যে ক্লান্তি দূর করে দেয়।