Advertisement
২০ মে ২০২৪

জওয়ানদের প্রতি শ্রদ্ধা

পুলওয়ামায় সন্ত্রাসবাদী হামলায় নিহত জওয়ানদের শ্রদ্ধা জানিয়ে রবিবার দু’মিনিট নীরবতা পালন করল ভারতীয় দল।

নির্দেশ: অসহিষ্ণু দর্শকদের নীরব থাকতে বলছেন কোহালি। পিটিআই

নির্দেশ: অসহিষ্ণু দর্শকদের নীরব থাকতে বলছেন কোহালি। পিটিআই

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০১৯ ০৩:০৩
Share: Save:

পুলওয়ামায় সন্ত্রাসবাদী হামলায় নিহত জওয়ানদের শ্রদ্ধা জানিয়ে রবিবার দু’মিনিট নীরবতা পালন করল ভারতীয় দল।

কালো ব্যান্ড পরে এ দিন ভারতীয় দল খেলতে নেমেছিল। কিন্তু নীরবতা পালনের সময়ে গ্যালারির দর্শকরা যে ভাবে চিৎকার করতে শুরু করেন, যা দেখে মোটেও খুশি হননি ভারত অধিনায়ক। তিনি মুখে আঙুল দিয়ে দর্শকদের চুপ করার অনুরোধ জানান। তাতে অবশ্য অবস্থার তেমন পরিবর্তন হয়নি। ভারতীয় দলের সঙ্গে অস্ট্রেলিয়া দলও সেই নীরবতা পালনে অংশ নিয়েছিল। বিশাখাপত্তনমের দর্শকদের সেই আচরণ নিয়ে টুইটারে সমালোচনার ঝড় ওঠে। জনৈক টুইটার হ্যান্ডলার লিখেছেন, ‘‘নিহত জওয়ানদের জন্য মাত্র দু’মিনিট বরাদ্দ ছিল নীরবতা পালনের জন্য। সেখানেও দর্শকরা যে ভাবে মোবাইল ক্যামেরা নিয়ে চিৎকার করলেন, তা দেখে অত্যন্ত লজ্জিত। আমার প্রশ্ন, এদের কি ন্যুনতম সৌজন্যবোধ নেই? আসলে আমরা শোকের ভান করছি।’’ অন্য এক জন টুইট করেছেন, ‘‘রবিবার দর্শকদের আচরণ দেখে দুঃখিত। নিহত জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে আসলে দর্শকরা অসভ্যতা করলেন।’’

নীরবতা পালনের সময় গ্যালারির একাংশে স্লোগান ওঠে, ‘ভারতমাতা কি জয়।’ তা নিয়েও টুইটারে এক ভক্ত বলেছেন, ‘‘এই ধ্বনি তুলে দর্শকরা নিহত জওয়ানদের অপমান করলেন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

India CRPF Pulwama terror attack India players
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE