অস্ট্রেলিয়ায় সিরিজ জিততেই সুখবর এল ভারতের কাছে। আইসিসি টি২০ র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে এল ভারতীয় দল। বিশ্বকাপ টি২০ শুরু আগে এটা সত্যি ভাল খবর। কিছুদিন আগেই টেস্টে এক নম্বর স্থান দখল করে নিয়েছে বিরাট কোহলি অ্যান্ড ব্রিগেড। এবার টি২০তেও সেরা ভারতই। এতদিন এই জায়গা দখল করে রেখেছিল ওয়েস্ট ইন্ডিজ। ভারতের রেটিং পয়েন্ট ১২০। ক্যারিবিয়ানদের থেকে দু’পয়েন্ট এগিয়ে। শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ দুই দলেরই রেটিং পয়েন্ট ১১৮।
একটা সময় পর্যন্ত টি২০র রাজা ছিল ভারতই। প্রথম টি২০ বিশ্বকাপে ২০০৭ সালে দক্ষিণ আফ্রিকায় চ্যাম্পিয়ন হয়েছিল ভারতই। অস্ট্রেলিয়ায় এই সিরিজ জয় ভারতের আত্মবিশ্বাসও বাড়াতে সাহায্য করবে। সামনে এশিয়া কাপ। তার পর বিশ্বকাপ। টি২০ র্যাঙ্কিংয়ে চতুর্থ স্থানে রয়েছে ইংল্যান্ড। পাঁচে নিউজিল্যান্ড, ছ’য়ে দক্ষিণ আফ্রিকা, সাতে পাকিস্তান, আটে অস্ট্রেলিয়া, ন’য়ে আফগানিস্তান ও দশে স্কটল্যান্ড।
আরও খবর
৩-০তে সিরিজ জিতে ওয়ানডের বদলা টি২০-তে নিল ভারত