ইনদওরে নিউজিল্যান্ডকে ৩২১ রানের বিশাল ব্যবধানে হারিয়ে হোয়াইটওয়াশ সম্পূর্ণ করেছে বিরাট কোহালিরা। ম্যাচে ১৩টি এবং সিরিজে ২৭ উইকেট নিয়ে একাই কিউই ব্যাটিংকে ধসিয়ে দিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ সেরা হয়ে কেরিয়ারের চতুর্থ সিরিজ সেরা হলেন অশ্বিন। একই সঙ্গে টেস্ট র্যাঙ্কিংয়ে এক নম্বরের জায়গাটি পাকা করে ফেলেছে ভারত। ৩২১ রানের বিশাল ব্যবধানে জিতে ভারতের ক্রিকেট ইতিহাসের অন্যতম বড় জয় পেয়েছে টিম ইন্ডিয়া। সবচেয়ে বড় ব্যবধানে জেতার তালিকায় ইনদওর থাকবে দু’নম্বরে। এক নজরে দেখে নেওয়া যাক টেস্টে রানের ভিত্তিতে ভারতের সবচেয়ে বড় ১০ জয়।