Advertisement
E-Paper

ডার্বিতে আজ ক্রিকেটের ডার্বি

রবিবার ইংল্যান্ডের ডার্বিতে আবার একটা ভারত-পাকিস্তান ম্যাচ, উপমহাদেশীয় ডার্বি। এ বার যেখানে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামবে মিতালি রাজের ভারত। মেয়েদের বিশ্বকাপে প্রথম দু’টো ম্যাচে জিতে ভারত যেখানে আত্মবিশ্বাসের তুঙ্গে, পাকিস্তান কিন্তু তাদের প্রথম দু’টো ম্যাচ হেরে বসে আছে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০২ জুলাই ২০১৭ ০৪:২২
পাক মহারণেও ভারতের বাজি স্মৃতি মানধানা। ছবি: টুইটার

পাক মহারণেও ভারতের বাজি স্মৃতি মানধানা। ছবি: টুইটার

শেষ বার ভারত বনাম পাকিস্তান ক্রিকেট ম্যাচ ভারতীয় দর্শকদের জন্য হতাশাই নিয়ে এসেছিল। যখন চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে সরফরাজ আমেদের দলের কাছে হেরে যান বিরাট কোহালিরা।

রবিবার ইংল্যান্ডের ডার্বিতে আবার একটা ভারত-পাকিস্তান ম্যাচ, উপমহাদেশীয় ডার্বি। এ বার যেখানে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামবে মিতালি রাজের ভারত। মেয়েদের বিশ্বকাপে প্রথম দু’টো ম্যাচে জিতে ভারত যেখানে আত্মবিশ্বাসের তুঙ্গে, পাকিস্তান কিন্তু তাদের প্রথম দু’টো ম্যাচ হেরে বসে আছে।

ভারতের জয়ের পিছনে এখনও পর্যন্ত যে নামটা সবথেকে বেশি করে উঠে আসছে, সেটা হল, স্মৃতি মানধানা। আগের ম্যাচেই সেঞ্চুরি পেয়েছেন স্মৃতি। যার পর থেকে অনেকেই স্মৃতিকে বলতে শুরু করেছেন, বীরেন্দ্র সহবাগের মহিলা সংস্করণ। যা শুনে টুইটারে সহবাগের জবাব, ‘ও হল স্মৃতির প্রথম সংস্করণ। আর খুব স্পেশ্যাল। প্রত্যেক ভারতবাসী, যারা খেলা ভালবাসেন, তাঁরা অবশ্যই স্মৃতিকে নিয়ে গর্ব বোধ করবেন। ওকে এবং ওর দলের প্রতি শুভেচ্ছা রইল।’

দু’টো ম্যাচে ১৯৬ রান পাওয়ার পরে কুড়ি বছরের মানধানা বলেছেন, ‘‘আমি এতে মোটেই সন্তুষ্ট নই। গত পাঁচ মাসে আমি যথেষ্ট প্ররিশ্রম করেছি, ফিট হয়েছি শুধু একটা নব্বই বা একশো করব বলে নয়। আমি বিশ্বকাপে ভাল করতে চাই, দেশকে বিশ্বকাপটা এনে দিতে চাই। গত পাঁচ মাস ধরে এই একটা স্বপ্নই দেখছি।’’

অধিনায়ক মিতালি শনিবার পাকিস্তান ম্যাচ নিয়ে বলেন, ‘‘আমরা কাউকে হাল্কা ভাবে নিচ্ছি না। পাকিস্তান ম্যাচ আমাদের কাছে আরও একটা ম্যাচ যেটা জিতলে সেমিফাইনালের দিকে এগোব।’’ স্মৃতি নিয়ে অধিনায়ক বলেন, ‘‘ও ইংল্যান্ডের পরিবেশের সঙ্গে খুব ভাল মানিয়ে নিয়েছে।’’

Smriti Mandhana ICC Women’s World Cup ICC India vs Pakistan Derby স্মৃতি মানধানা cricket
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy