Advertisement
০৭ মে ২০২৪

এত মন্থর কেন, প্রশ্ন ক্লার্কদের

ভারত যদি ধর্মশালা টেস্টে কোনও ভাবে হেরে যায়, তা হলে তার জন্য দায়ী হবে অজিঙ্ক রাহানেদের অতি সতর্ক ব্যাটিং। রবিবার, দ্বিতীয় দিনের শেষে পরিষ্কার বলে দিচ্ছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক মাইকেল ক্লার্ক।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৭ মার্চ ২০১৭ ০৪:১৪
Share: Save:

ভারত যদি ধর্মশালা টেস্টে কোনও ভাবে হেরে যায়, তা হলে তার জন্য দায়ী হবে অজিঙ্ক রাহানেদের অতি সতর্ক ব্যাটিং। রবিবার, দ্বিতীয় দিনের শেষে পরিষ্কার বলে দিচ্ছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক মাইকেল ক্লার্ক। শুধু ক্লার্কই নন, ব্র্যাড হাডিন ও সুনীল গাওস্করও মনে করছেন, দ্বিতীয় দিনের শেষে অস্ট্রেলিয়াই এগিয়ে আছে।

চা বিরতির আগের ১০ ওভারে ১৩ রান যোগ করেন চেতেশ্বর পূজারা এবং রাহানে। যা নিয়ে ক্লার্ক বলছেন, ‘‘ভারত যদি এই টেস্ট হারে তা হলে আমি বলে দিতে পারি, কোথায় ওরা ম্যাচটা হারল। দ্বিতীয় দিন চা বিরতির ৩০ মিনিট আগে। এই সময় ওরা এত নেতিবাচক ব্যাটিং করল, কোনও রানই তুলতে পারল না।’’

ওই সময়টা অস্ট্রেলিয়া দু’দিক থেকেই স্পিন নিয়ে এসেছিল। আর ভারতীয় ব্যাটসম্যানেরা ব্লকাথনে চলে যান। যে বলই এসেছে ডিফেন্স করে গিয়েছেন পূজারা আর রাহানে। ক্লার্ক বলছিলেন, ‘‘নেথান লায়ন বাউন্স পায়, ওর বলে বৈচিত্রও আছে। ওর বিরুদ্ধে আপনি যদি শুধু ক্রিজে টিকে থাকার পরিকল্পনা নিয়ে ব্যাট করেন, তা হলে সমস্যা হবেই। এমন একটা বল আসবে যখন আপনি আউট হয়ে যাবেন। ভারতেরও তাই হল। পর পর উইকেট হারিয়ে বসল। এই টেস্টে ওরা কোনও বাড়তি ব্যাটসম্যান না খেলানোয় এখন প্রচণ্ড চাপে ভারত।’’

অন্য দিকে সুনীল গাওস্কর বলেন, ‘‘অস্ট্রেলিয়া এগিয়ে রয়েছে, কারণ ওরা ভারতের ছ’জন প্রধান ব্যাটসম্যানকেই ফিরিয়ে দিয়েছে।’’ প্রাক্তন ভারত অধিনায়ক মনে করছেন, সোমবার সকালটা খুবই গুরুত্বপূর্ণ হবে। তাঁর বক্তব্য, ‘‘জাডেজা মেরে খেলে ঠিকই। সাহা তো আগের ম্যাচেই সেঞ্চুরি পেয়েছে। কিন্তু আবার এটাও মাথায় রাখতে হবে যে, অস্ট্রেলিয়া কিন্তু সদ্য নতুন বল নিয়েছে আর সেটা তিন-চার ওভারের বেশি পুরনো নয়। সোমবার সকালে এই নতুন বল সামলানোটা কিন্তু খুব সোজা হবে না।’’ করুণ নায়ারের পারফরম্যান্সেও সন্তুষ্ট নন সানি। ব্যাটিং তো বটেই ফিল্ডিংয়েও নায়ার খারাপ, বলছেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Michael Clarke India Slow batting
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE