Advertisement
০৩ মে ২০২৪
West Indies

বাদ ধোনি, বিশ্রামে কোহালিও, দেখুন ঘরের মাঠে টি২০তে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতীয় দল

প্রথমে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ। তার পর অস্ট্রেলিয়া সফর। আগামী কয়েক দিনে বেশ কয়েকটি টি২০ ম্যাচে নামছে টিম ইন্ডিয়া। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি২০ ম্যাচের জন্য যে দল নির্বাচন করা হয়েছে তাতে নেই মহেন্দ্র সিংহ ধোনি, জাদেজারা। বিশ্রাম দেওয়া হয়েছে বিরাট কোহালিকেও। দেখে নেওয়া যাক ভারতীয় দলের ১৬ জনকে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০১৮ ১৫:০৪
Share: Save:
০১ ১৭
প্রথমে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ। তার পর অস্ট্রেলিয়া সফর। আগামী কয়েক দিনে বেশ কয়েকটি টি২০ ম্যাচে নামছে টিম ইন্ডিয়া। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি২০ ম্যাচের জন্য যে দল নির্বাচন করা হয়েছে তাতে নেই মহেন্দ্র সিংহ ধোনি, জাদেজারা। বিশ্রাম দেওয়া হয়েছে বিরাট কোহালিকেও। দেখে নেওয়া যাক ভারতীয় দলের ১৬ জনকে।

প্রথমে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ। তার পর অস্ট্রেলিয়া সফর। আগামী কয়েক দিনে বেশ কয়েকটি টি২০ ম্যাচে নামছে টিম ইন্ডিয়া। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি২০ ম্যাচের জন্য যে দল নির্বাচন করা হয়েছে তাতে নেই মহেন্দ্র সিংহ ধোনি, জাদেজারা। বিশ্রাম দেওয়া হয়েছে বিরাট কোহালিকেও। দেখে নেওয়া যাক ভারতীয় দলের ১৬ জনকে।

০২ ১৭
রোহিত শর্মা: ঘরের মাঠে অধিনায়ক করা হয়েছে রোহিতকে। এশিয়া কাপের সাফল্যের পর নয়া চ্যালেঞ্জ রোহিতের সামনে।

রোহিত শর্মা: ঘরের মাঠে অধিনায়ক করা হয়েছে রোহিতকে। এশিয়া কাপের সাফল্যের পর নয়া চ্যালেঞ্জ রোহিতের সামনে।

০৩ ১৭
শিখর ধওয়ন: ওপেনার হিসেবে শিখর ভারতের বড় বাজি। আগামী অস্ট্রেলিয়া সফরকে মাথায় রেখে ধওয়নকে পরীক্ষা করে নিতে চাইবে ম্যানেজমেন্ট।

শিখর ধওয়ন: ওপেনার হিসেবে শিখর ভারতের বড় বাজি। আগামী অস্ট্রেলিয়া সফরকে মাথায় রেখে ধওয়নকে পরীক্ষা করে নিতে চাইবে ম্যানেজমেন্ট।

০৪ ১৭
কেএল রাহুল: ঘরের মাঠে সুযোগ পেলে কাজ লাগাতে হবে রাহুলকে। অস্ট্রেলিয়া সফর এবং বিশ্বকাপের জন্য নিজেকে প্রতিযোগিতায় রাখতে রাহুলের সামনে বড় সুযোগ।

কেএল রাহুল: ঘরের মাঠে সুযোগ পেলে কাজ লাগাতে হবে রাহুলকে। অস্ট্রেলিয়া সফর এবং বিশ্বকাপের জন্য নিজেকে প্রতিযোগিতায় রাখতে রাহুলের সামনে বড় সুযোগ।

০৫ ১৭
দীনেশ কার্তিক: টি২০ ম্যাচে ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। সামনে একাধিক গুরুত্বপূর্ণ সফর, নিজেকে তৈরি করার সুযোগ পাচ্ছেন কার্তিক।

দীনেশ কার্তিক: টি২০ ম্যাচে ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। সামনে একাধিক গুরুত্বপূর্ণ সফর, নিজেকে তৈরি করার সুযোগ পাচ্ছেন কার্তিক।

০৬ ১৭
ঋষভ পন্থ: উইকেটরক্ষকের ভূমিকায় দেখা যাবে। আগামী বিশ্বকাপের কথা মাথায় রেখে ঋষভের কাছ থেকে ভাল কিছু প্রত্যাশা করবে ম্যানেজমেন্ট।

ঋষভ পন্থ: উইকেটরক্ষকের ভূমিকায় দেখা যাবে। আগামী বিশ্বকাপের কথা মাথায় রেখে ঋষভের কাছ থেকে ভাল কিছু প্রত্যাশা করবে ম্যানেজমেন্ট।

০৭ ১৭
মণীশ পাণ্ড্যে: মিডল অর্ডারে সুযোগ পেতে পারেন মণীশ। দ্রুত রান তোলার ক্ষমতা আছে। সুযোগ পেলে কাজে লাগাতেই হবে।

মণীশ পাণ্ড্যে: মিডল অর্ডারে সুযোগ পেতে পারেন মণীশ। দ্রুত রান তোলার ক্ষমতা আছে। সুযোগ পেলে কাজে লাগাতেই হবে।

০৮ ১৭
শ্রেয়াশ আইয়ার: দ্রুত রান তোলার ক্ষমতা আছে। মিডল অর্ডারে শ্রেয়াশ রান পেলে ভারতের সুবিধা হবে ।

শ্রেয়াশ আইয়ার: দ্রুত রান তোলার ক্ষমতা আছে। মিডল অর্ডারে শ্রেয়াশ রান পেলে ভারতের সুবিধা হবে ।

০৯ ১৭
কুলদীপ যাদব: কুল-চা জুটি ভারতীয় স্পিন বোলিং আক্রমণের মূল স্তম্ভ। সীমিত ওভারের ম্যাচে বড় ভরসা কুলদীপ।

কুলদীপ যাদব: কুল-চা জুটি ভারতীয় স্পিন বোলিং আক্রমণের মূল স্তম্ভ। সীমিত ওভারের ম্যাচে বড় ভরসা কুলদীপ।

১০ ১৭
যুববেন্দ্র চহাল: কুলদীপের মতো চহালের সামনেও নিজেকে প্রমাণ করার একটা সুযোগ। সামনে আরও বড় পরীক্ষা রয়েছে তাঁদের।

যুববেন্দ্র চহাল: কুলদীপের মতো চহালের সামনেও নিজেকে প্রমাণ করার একটা সুযোগ। সামনে আরও বড় পরীক্ষা রয়েছে তাঁদের।

১১ ১৭
ভুবনেশ্বর কুমার: চোট মুক্ত হয়ে বিশ্রাম নিয়ে দলে ফিরছেন ভুবনেশ্বর কুমার। টিম ইন্ডিয়ার পেস আক্রমণের মূল ভরসা ভুবনেশ্বর। ভুবির ফিরে আসায় দলের বোলিং শক্তি বাড়বে সন্দেহ নেই।

ভুবনেশ্বর কুমার: চোট মুক্ত হয়ে বিশ্রাম নিয়ে দলে ফিরছেন ভুবনেশ্বর কুমার। টিম ইন্ডিয়ার পেস আক্রমণের মূল ভরসা ভুবনেশ্বর। ভুবির ফিরে আসায় দলের বোলিং শক্তি বাড়বে সন্দেহ নেই।

১২ ১৭
যশপ্রীত বুমরা: প্রথম একাদশে ফিরছেন বুমরাও। ফলে পেস আক্রমণের ভারসাম্য বাড়বে। বুমরা-ভুবির অভাব প্রায়ই বোঝা গিয়েছে।

যশপ্রীত বুমরা: প্রথম একাদশে ফিরছেন বুমরাও। ফলে পেস আক্রমণের ভারসাম্য বাড়বে। বুমরা-ভুবির অভাব প্রায়ই বোঝা গিয়েছে।

১৩ ১৭
ক্রুণাল পাণ্ড্য: সিনিয়র ক্রিকেটারদের বিশ্রাম দেওয়ায ভাগ্য খুলেছে। আগামী দিনে ভারতীয় দলের নিয়মিত সদস্য হতে হলে সুযোগ কাজে লাগাতে হবে।

ক্রুণাল পাণ্ড্য: সিনিয়র ক্রিকেটারদের বিশ্রাম দেওয়ায ভাগ্য খুলেছে। আগামী দিনে ভারতীয় দলের নিয়মিত সদস্য হতে হলে সুযোগ কাজে লাগাতে হবে।

১৪ ১৭
ওয়াশিংটন সুন্দর: গত আইপিএল-এ নজর কেড়েছেন। সে জন্য ফের ভারতীয় দলের সুযোগ পেয়ে গিয়েছেন।

ওয়াশিংটন সুন্দর: গত আইপিএল-এ নজর কেড়েছেন। সে জন্য ফের ভারতীয় দলের সুযোগ পেয়ে গিয়েছেন।

১৫ ১৭
খলিল আহমেদ: তরুণ ভারতীয় পেসারদের মধ্যে অন্যতম। তেমন ভাবে এখনও সুযোগ আসেনি।

খলিল আহমেদ: তরুণ ভারতীয় পেসারদের মধ্যে অন্যতম। তেমন ভাবে এখনও সুযোগ আসেনি।

১৬ ১৭
উমেশ যাদব: ধারাবাহিকতার অভাব দেখা যাচ্ছে। সুযোগ পাচ্ছেন, কিন্তু তেমন ভাবে নজর কাড়তে পারছেন না।

উমেশ যাদব: ধারাবাহিকতার অভাব দেখা যাচ্ছে। সুযোগ পাচ্ছেন, কিন্তু তেমন ভাবে নজর কাড়তে পারছেন না।

১৭ ১৭
শাহবাজ নাদিম: ঘরোয়া ক্রিকেটে বেশ নজর কেড়েছেন ওই বাঁ হাতি স্পিনার। এখন দেখার দেশের হয়ে কতটা সফল হন।

শাহবাজ নাদিম: ঘরোয়া ক্রিকেটে বেশ নজর কেড়েছেন ওই বাঁ হাতি স্পিনার। এখন দেখার দেশের হয়ে কতটা সফল হন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE